বাংলাহান্ট ডেস্ক : বর্তমানে সোশাল মাধ্যমে চাকরির ইন্টারভিউয়ের (Interview) প্রশ্ন ও উত্তরগুলি বেশ ভাইরাল হচ্ছে। এই প্রশ্ন ও উত্তরগুলির চর্চা করা থাকলে চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ রাউন্ডে সমস্যায় পড়তে হয় না। চাকরির ক্ষেত্রে ইন্টারভিউ খুবই গুরুত্বপূর্ণ। ইন্টারভিউ রাউন্ডে প্রার্থীদের উপস্থিত বুদ্ধি যাচাই করা হয়। তাই এই ধরনের প্রশ্ন-উত্তর আগে থেকে জেনে রাখা খুবই জরুরী।
ছোটবেলায় আমরা সাধারণ জ্ঞানের বই সবাই পড়েছি। কিন্তু পরবর্তীকালে আমরা আর সাধারণ জ্ঞানের চর্চা করি না। এর ফলে আমরা ক্রমশ সেই ধরনের প্রশ্ন-উত্তর ভুলে যেতে থাকি। এছাড়াও প্রতিনিয়ত সাধারণ জ্ঞানের প্রশ্নের বইতে আসে আপডেট। তাই নিয়মিত সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর চর্চা করা উচিত সবার। আজ তেমনই কিছু প্রশ্ন-উত্তর রইল আপনাদের জন্য।
1)ক্রায়োজেনিক ইঞ্জিন কোন প্রযুক্তিতে অ্যাপ্লিকেশন খুঁজে পায়?
উত্তরঃ রকেট প্রযুক্তি।
2) একটি যন্ত্রের নাম কী যা এর মাধ্যমে দেখা ফটোগ্রাফগুলিতে ত্রিমাত্রিক প্রভাব দেয়?
উত্তরঃ স্টেরিওস্কোপ।
3) কোন শহরে আইজ্যাক নিউটন গ্রামার স্কুলে এবং মার্গারেট থ্যাচার স্থানীয় মেয়েদের স্কুলে পড়েন?
উত্তরঃ গ্রান্থাম।
4) কোন ইংরেজ পদার্থবিদ এবং গণিতবিদ গ্যালিলিওর মৃত্যুতে জন্মগ্রহণ করেছিলেন?
উত্তরঃ আইজ্যাক নিউটন।
5) কতজন করে ভলিবল খেলায় অংশগ্রহণ করে থাকে ?
উত্তরঃ 6 জন
6) কোন দিনটিতে বসুন্ধরা দিবস হিসেবে পালন করা হয় ?
উত্তরঃ 22 এপ্রিল
7) বায়ু-দিক নির্ণয়ের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়?
উত্তর: উইন্ড ভেন।
8) কোন অভিনেতা 1973 সালে “ড্যানিয়েল” গানের জন্য সোনার সিঙ্গেল পেয়েছিলেন?
উত্তরঃ এলটন জন।
9) কোন মহান ব্যক্তি পেনিসিলিনের আবিষ্কার করেছিলেন ?
উত্তরঃ আলেকজান্ডার ফ্লেমিং
10) কী চুরি হয়ে গেলে মানুষ হাততালি দেয়?
উত্তরঃ ব্যাটসম্যানের সেঞ্চুরি হলে মানুষ হাততালি দেয়। (বিভ্রান্ত করার জন্য এমন প্রশ্ন করা হয়)।