আগে ভারতীয় নোটে গান্ধীর পরিবর্তে থাকত এই ছবিটি! ঠিক উত্তর বলতে পারেন না ৯৯% ব্যক্তিই

বাংলাহান্ট ডেস্ক : কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ইন্টারভিউয়ের (Interview) প্রশ্ন ও উত্তর বেশ ট্রেন্ডে আছে। এই প্রশ্নগুলি একদিকে যেমন বুদ্ধিমত্তার, অন্যদিকে বেশ মজার। বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা থেকে বেসরকারি চাকরির ইন্টারভিউ রাউন্ডে এই ধরনের অবজেক্টিভ প্রশ্ন এসে থাকে। বর্তমান সময়ে চাকরি পাওয়ার ক্ষেত্রে ইন্টারভিউ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।

ইন্টারভিউ রাউন্ডে পাশ করলেই আমাদের চাকরি নিশ্চিত হয়। কিন্তু ইন্টারভিউ রাউন্ডের প্রশ্নকর্তারা আমাদের এমন কিছু প্রশ্ন জিজ্ঞাসা করেন যা অনেক সময় আমাদের কাছে অবাস্তব বলে মনে হয়। কিন্তু সেই সব প্রশ্নের সঠিক উত্তর জানা থাকলে আপনারা ইন্টারভিউ রাউন্ডে ভালোভাবে উত্তীর্ণ হতে পারবেন। আজ আমরা এমনই কিছু প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব।

   

১) প্রশ্নঃ কোন প্রাণীর মাথা কাটার পরেও জীবিত থাকে?

উত্তরঃ আরশোলা।

২) প্রশ্নঃ বিশ্বের কোন দেশে প্লাস্টিকের নোটের চল রয়েছে?

উত্তরঃ অস্ট্রেলিয়া।

৩) প্রশ্নঃ ইংরেজরা কবে ভারতে এসেছিল?

উত্তরঃ ১৪৯৮ সালের ২০ মে।

৪) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যে সর্বাধিক সংখ্যক স্কুল রয়েছে?

উত্তরঃ বিহারে।

৫) প্রশ্নঃ কোন রাজ্যে সবচেয়ে বেশি গবাদি পশু রয়েছে?

উত্তরঃ মধ্য প্রদেশে।

৬) প্রশ্নঃ কোন দেশের পতাকায় দ্বৈত ত্রিভুজ রয়েছে?

উত্তরঃ নেপাল দেশের।

৭) প্রশ্নঃ মানুষের রক্তে কোন ধাতু পাওয়া যায়?

উত্তরঃ আয়রন।

৮) প্রশ্নঃ সোনার গাড়ি চলতে দেখা যায় কোন দেশে?

উত্তরঃ সৌদি আরবে।

৯) প্রশ্নঃ গঙ্গাকে কবে জাতীয় নদী হিসেবে ঘোষণা করা হয়েছিল?

উত্তরঃ ২০০৮ সালে।

১০) প্রশ্নঃ কোন ভারতীয় রাজার ঘোড়ার নাম ছিল চেতক?

উত্তরঃ মহারানা প্রতাপের ঘোড়ার নাম ছিল চেতক।

personality development tips 5 body language mistakes to avoid in interview compressed

১১) প্রশ্নঃ ষাঁড় কোন দেশের জাতীয় প্রাণী?

উত্তরঃ স্পেন।

১২) প্রশ্নঃ মহাকাশ থেকে সূর্যকে কোন রঙের দেখায়?

উত্তরঃ উজ্জ্বল সাদা।

১৩) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যে সূর্য ২ ঘন্টা আগে দিতে হয়?

উত্তরঃ অরুণাচল প্রদেশ।

১৪) প্রশ্নঃ ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধে ভারতের কতজন জওয়ান শহীদ হয়েছিলেন?

উত্তরঃ ভারতের ৫২৭ জন জওয়ান কার্গিল যুদ্ধে শহীদ হয়েছিলেন।

১৫) প্রশ্নঃ গান্ধীজীর আগে ভারতীয় নোটে কার ছবি ছিল?

উত্তরঃ অশোক স্তম্ভ। এরপর ১৯৬৯ সালে গান্ধীজীর ছবি ভারতীয় নোটে ছাপা হয়।

 

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর