ভারতের এই রাজ্যটি এক্কেবারে বিদেশের মতো! উত্তর বলতে পারেন না বেশিরভাগই

বাংলাহান্ট ডেস্ক : বর্তমান যুগে সবাই চাইছে চাকরি করে নিজের পায়ে দাঁড়াতে। কিন্তু চাকরি পাওয়া সহজ কথা নয়। চাকরি পাওয়ার জন্য পড়াশোনা অত্যন্ত জরুরি। তবে প্রথাগত শিক্ষার বাইরেও প্রয়োজন হয় অন্যান্য বই পড়া। চাকরির লিখিত ও ইন্টারভিউ (Interview) রাউন্ডে বিভিন্ন ধরনের সাধারণ জ্ঞানের প্রশ্ন ধরা হয়।

এই বিষয়টি নিয়ে যদি আগে থেকে চর্চা না থাকে তাহলে ইন্টারভিউ রাউন্ড উত্তীর্ণ হওয়া সম্ভব নয়।চাকরির ইন্টারভিউ রাউন্ডে অনেক সময় সোজা প্রশ্ন ঘুরিয়ে ধরা হয় চাকরিপ্রার্থীদের উপস্থিত বুদ্ধি যাচাইয়ের জন্য। অনেকে সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে নাকানিচোবানি খান। তবে আগে থেকে এই ধরনের প্রশ্ন-উত্তরের চর্চা থাকলে ইন্টারভিউ রাউন্ডে সমস্যায় পড়তে হয় না। আজ তেমনই কিছু প্রশ্ন ও উত্তর দেখে নেওয়া যাক।

   

1.অ্যারিস্টটল আমার শিক্ষক ছিলেন । আমি দক্ষিণ – পশ্চিম এশিয়া আর মিশর জয় করে ভারতে প্রবেশ করি । ব্যাবিলনে আমার মৃত্যু হয় । আমি কে ?

Ans : আলেকজান্ডার ।

2. সংস্কৃত গল্পগুচ্ছ পঞ্চতন্ত্র লেখক হিসাবে সাধারণত কাকে ভাবা হয় ?

Ans : বিষ্ণুশর্মা ।

3.পিত্তরস কোথা থেকে নিঃসৃত হয় ?

Ans : যকৃৎ ।

4.কোন্ গ্যাসকে আগে ফায়ার এয়ার ’ বলা হত ?

Ans : অক্সিজেন ।

5.পৃথিবীতে কোন্ ভাষায় সব থেকে বেশি মানুষ কথা বলে ?

Ans : চাইনিজ ।

 

interview

6.পল্লব রাজারা কার উপাসক ছিলেন ?

Ans : শিবের ।

7.একদল গােরিলাকে কী বলা হয় ?

Ans : হাস্ক ।

8.একটি লেন্সের যে ত্রুটির জন্য প্রতিমূর্তির ধারগুলি রঙিন দেখায় তাকে কি বলে ?

Ans : ডিসপারশান ।

9.প্রাচীনকালে বাংলার নাম কি ছিল ?

Ans : গৌড় ।

10.ভারতের কোন রাজ্যটি সম্পূর্ণ বিদেশের মতো?

Ans : গোয়া

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর