বাংলাহান্ট ডেস্ক : বর্তমান সময়ে চাকরি পাওয়ার ক্ষেত্রে ইন্টারভিউ (Interview) খুবই গুরুত্বপূর্ণ। যারা চাকরির পাওয়ার চেষ্টা করছেন তাদের জন্য ইন্টারভিউ রাউন্ডের প্রস্তুতি প্রয়োজন হয়। সরকারি কিংবা বেসরকারি, দুই ক্ষেত্রেই ইন্টারভিউ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বর্তমান সময়ে ইন্টারভিউ রাউন্ডের বিভিন্ন প্রশ্ন ও উত্তর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। এই প্রশ্ন ও উত্তরগুলি একদিকে যেমন মজার, অন্যদিকে বেশ বুদ্ধির। আজ আমরা আবার এমন কিছু প্রশ্ন ও উত্তর সম্বন্ধে জেনে নেব।
1. প্রশ্নঃ কার জন্মদিন “ডাক্তার দিবস” হিসেবে পালিত হয়??
উত্তরঃ পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডক্টর বিধান চন্দ্র রায়ের জন্মদিন।
2. প্রশ্ন: ভারতে প্রথম স্থাপিত পরমাণু কেন্দ্র কোনটি?
উত্তর: তারাপুর পারমাণবিক কেন্দ্র।
3. প্রশ্নঃ কোন শব্দে ফল, ফুল ও মিষ্টি তিনটির নাম আছে?
উত্তর: ‘গোলাপ জাম’ এটি একটি মিষ্টির নাম।
4. প্রশ্নঃ স্বামী বিবেকানন্দের আসল নাম কি ছিল?
উত্তর: নরেন্দ্র নাথ দত্ত।
5. প্রশ্ন: কোন দেশে মাত্র ৪০ মিনিট রাত থাকে? উত্তরঃ নরওয়ে।
6. প্রশ্ন: বিশ্বে সবথেকে বেশি পোস্ট অফিস কোন দেশে আছে?
উত্তর:- ভারত।
7. প্রশ্ন: ভারতের প্রথম শীতাতপ নিয়ন্ত্রিত রেল অ্যাম্বুলেন্স পরিষেবা কোথায় শুরু হয়েছিল?
উত্তরঃ মুম্বই।
8. প্রশ্নঃ ভারত ও পাকিস্তানের সীমান্তের সাংকেতিক নাম কী??
উত্তর: র্যাডক্লিফ লাইন।
9. প্রশ্নঃ ‘মহামতি’ অশোক কোন বংশের রাজা ছিলেন?
উত্তরঃ মৌর্য বংশ।
10. প্রশ্নঃ কী এমন জিনিস যা না ঢুকলে আমরা থুতু দিয়ে ভিতরে ঢোকায়?
উত্তরঃ সুঁচের মধ্যে সুতা ঢোকানোর সময়।