জানেন, মহিলাদের শরীরের এই নরম, তুলতুলে অংশে হাড় থাকেনা! উত্তর জানলে মাথা চুলকোবেন

বাংলাহান্ট ডেস্ক : বর্তমানে ভারত বিশ্বের সবথেকে জনবহুল দেশ। জনসংখ্যার বিচারে ভারত ছাপিয়ে গিয়েছে চীনকেও। এই বিপুলসংখ্যক জনসংখ্যার মধ্যে অধিকাংশই তরুণ প্রজন্ম। তরুণ প্রজন্মের প্রত্যেকের চাই চাকরি। সরকারি ছাড়াও বর্তমানে বহু বেসরকারি ক্ষেত্রে লক্ষ লক্ষ তরুণ-তরুণী কর্মরত।

এমন বহু মানুষ আছেন যারা নতুন চাকরির সন্ধানে রয়েছেন। তবে চাকরি পাওয়ার জন্য আমাদের প্রত্যেককেই পরিশ্রম করতে হয়। পরীক্ষা, ইন্টারভিউ এর পর আমরা আমাদের স্বপ্নের চাকরিতে প্রবেশ করতে পারি। বর্তমানে ইন্টারভিউ রাউন্ডে চাকরি প্রার্থীদের এমন কিছু প্রশ্ন করা হয় যা বেশ ঘোরালো।

এই প্রশ্নগুলির উত্তর আদতে খুব সহজ, কিন্তু উপস্থিত বুদ্ধির অভাবে অনেক চাকরিপ্রার্থী এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারেন না। বর্তমানে সোশ্যাল মাধ্যমে এমনই ইন্টারভিউয়ের প্রশ্ন ও উত্তর ভাইরাল হচ্ছে। আমরা প্রতিদিন কিছু কিছু প্রশ্ন-উত্তরের ডালি নিয়ে হাজির হচ্ছি চাকরিপ্রার্থীদের জন্য। আজও তেমনই কিছু প্রশ্ন ও উত্তর দেখে নেওয়া যাক।

প্রশ্ন: গ্রীষ্মে জলের ঘাটতির সমস্যা মোকাবেলার জন্য কোন রাজ্য সম্প্রতি প্রথমবারের মতো জল বাজেট গ্রহণ করেছে?
উত্তর – কেরালা।

প্রশ্ন: সম্প্রতি কে প্রবাসী ভারতীয় সম্মানে ভূষিত হয়েছেন?
উত্তর – রাজ সুব্রহ্মণ্যম।

প্রশ্ন: ইস্পাত মন্ত্রক সম্প্রতি একটি বড় আন্তর্জাতিক প্রদর্শনী এবং সম্মেলন ‘ইন্ডিয়া স্টিল 2023’ কোথায় আয়োজন করবে?
উত্তর – মুম্বাই।

প্রশ্ন: সম্প্রতি উত্তরপ্রদেশে ‘পিএম মিত্র পার্ক’ কোথায় চালু হবে?
উত্তর – লখনউ ও হরদোই।

প্রশ্ন: কোন দেশ সম্প্রতি বিশ্বের বৃহত্তম ‘নারকো স্টেট’ হয়ে উঠেছে?
উত্তর : সিরিয়া।

interview job questions

প্রশ্ন: আর্থিক সংস্কার বিষয়ক ‘কমনওয়েলথ গ্রুপ’-এর সভাপতিত্ব করবে কোন দেশ?
উত্তর : ভারত।

প্রশ্ন: সম্প্রতি ‘হুইলস অন ওয়েব’ প্লাটফর্ম টি কে চালু করেছে?
উত্তর : টয়োটা।

প্রশ্ন: কে সেই রাজা যিনি তার মাকে বিয়ে করেছিলেন?
উত্তরঃ ইডিপাস তার মায়ের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন!

প্রশ্ন : জলের ভেতরেও ভেজে না এমন জিনিস কী?
উত্তর : ছায়া

প্রশ্ন: কোন গ্রহে সবথেকে বেশি চাঁদ আছে?
উত্তর: সৌরজগতে সবচেয়ে বেশি চাঁদের গ্রহ হল বৃহস্পতি। ২০০৯ সালে এই গ্রহে মোট ৬৩টি চাঁদ আবিষ্কৃত হয়। ভবিষ্যতে আরও চাঁদ আবিষ্কৃত হতে পারে বলে আশা করছেন বৈজ্ঞানিকরা।

প্রশ্ন: মহিলাদের শরীরের কোন অংশে কোনো হাড় হয় না?
উত্তর: জিভ।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর