ছেলেদের এই জিনিসটার উপর বসেই মেয়েরা মজা পায় আর বলে আরোও জোরে! উত্তর শুনলে অবাক হবেন

বাংলাহান্ট ডেস্ক : চাকরি করে নিজের পায়ে দাঁড়াতে চায় বর্তমান তরুণ প্রজন্ম। পড়াশোনার পাশাপাশি অধিকাংশ ছেলে মেয়েই এখন চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। এই চাকরির পরীক্ষা বর্তমানে প্রত্যেক তরুণ তরুণীর কাছে প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। প্রতিযোগিতামূলক এই পরীক্ষাগুলিতে সাধারণ জ্ঞানের প্রশ্ন অধিক মাত্রায় থাকে।

সাধারণ জ্ঞানের প্রশ্নের উত্তর জানা না থাকলে প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সম্ভব নয়। লিখিত পরীক্ষার পাশাপাশি ইন্টারভিউ (Interview) রাউন্ডেও এই ধরনের সাধারণ জ্ঞানের প্রশ্ন জিজ্ঞাসা করা হয়ে থাকে। তাই অংক-বিজ্ঞান-ইংরেজির পাশাপাশি সাধারণ জ্ঞানের চর্চাও অত্যন্ত প্রয়োজনীয়। আজকাল নেট মাধ্যমে এই ধরনের সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর দেখা যাচ্ছে।

আমরা বিভিন্ন প্রতিবেদনে এই ধরনের জিকে সম্বন্ধে আলোচনা করছি। আজও দেখে নেওয়া যাক তেমন কিছু সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর।

1. কত সাল থেকে বিশ্বকাপ ফুটবল শুরু হয়?
Answer : ১৯৩০
2. মহাবীর কার কাছে সন্যাস ধর্ম গ্রহণ করেন?Answer : গোসাল
3. ধাতুর যে পাতলা ত্বক মিষ্টি সাজাতে সাধারণত ব্যবহৃত হয় সেটি হলো?
Answer : রুপা
4. কেরোসিন তেলে যে ধাতু সংরক্ষণ করা হয় সেটি হলো
Answer : সোডিয়াম
5. দুখু মিঞা নামে আমরা কোন কবি কে চিনি?
Answer : কবি কাজী নজরুল ইসলাম

6. পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর পুরো নাম কি?
Answer : জ্যোতিরিন্দ্র বসু
7. বৃষ্টির জলে কোন ভিটামিন থাকে?
Answer : ভিটামিন বি-১২
8. মুর্শিদাবাদের হাজার দুয়ারী নির্মান করেন কে?
Answer : নবাব নাজিম হুমায়ুন জাহ
9. তানপুরা বাদ্য যন্ত্রে কটি তার থাকে?
Answer : ৪ ( 4 ) টি
10. মাদার ইন্ডিয়া চলচ্চিত্রটির পরিচালক কে?
Answer : মেহেবুব খান

interview xcaefca

11. বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কি এবং সেটি কার লেখা?
Answer : দুর্গেশ নন্দিনী , বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
12. শ্রীলঙ্কার স্বাধীনতা দিবস কবে?
Answer : ৪ঠা ফেব্রুয়ারী ( 4th February )
13. “Forge your Future” বইটি কার লেখা?
Answer : এ. পি. জে. আব্দুল কালাম
14. শ্রীলঙ্কার জাতীয় খেলা কি?
Answer : ভলিবল
15. ছেলেদের কোন জিনিসের উপর বসে মেয়েরা খুব মজা নেয় এবং বলে আরও জোড়ে?
Answer : ছেলেদের বাইকে বসার সময় মেয়েরা বলে আরও জোরে চালাতে (বিভ্রান্ত করতে এমন প্রশ্ন করা হয়)।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর