বলুন তো, কোন জিনিস ভিজলে ১ কেজি, শুকোলে ২ কেজি, পোড়ালে ৩ কেজি! উত্তর মাথা ঘুরিয়ে দেবে

বাংলা হান্ট ডেস্কঃ ছোটবেলায় আমাদের পাঠ্যসূচিতে অন্যতম একটি বিষয় ছিল সাধারণ জ্ঞান (General knowledge) বা GK। আমাদের পারিপার্শ্বিক অবস্থা সম্পর্কে জ্ঞান বৃদ্ধির উদ্দেশ্যেই আমাদের এই বিষয়টি পড়ানো হতো। আমাদের প্রত্যেকেরই সাধারণ জ্ঞান সম্পর্কে ধারণা থাকা উচিত। আবার যারা চাকরির চেষ্টা করছেন তাদের জন্য সাধারণ জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ। চাকরির ইন্টারভিউ (Interview) রাউন্ডে চাকরিপ্রার্থীদের বিভিন্ন ধরনের সাধারণ জ্ঞানের প্রশ্ন করা হয়। তাই আমাদের প্রত্যেকের এই ধরনের প্রশ্ন ও উত্তরগুলি বারবার পড়া উচিত।

১) প্রশ্ন: কোন ভারতীয় নোটে গান্ধীজীর ছবি
নেই?

ক) দু টাকার নোট।
খ) পাঁচ টাকার নোট।
গ) এক টাকার নোট।
ঘ) এর মধ্যে কোনোটিই নয়।
উত্তর: গ) এক টাকার নোট।

– আসলে ১৯৬৬ সালে RBI প্রথমবারের মতো নোটে গান্ধীজীর ছবি ছাপতে শুরু করে। কিন্তু এক টাকার ভারতীয় নোট ব্রিটিশ আমলে ছাপা হয়েছিল, সেই কারণে এই নোটটিতে গান্ধীজীর ছবি নেই।

২) প্রশ্ন: কোন গ্রহকে ‘পৃথিবীর বোন’ বলা
হয়?

ক) মঙ্গল
খ) শুক্র
গ) বুধ
ঘ) শনি
উত্তর: খ) শুক্র

– শুক্র গ্রহের আকার এবং ভর পৃথিবীর সঙ্গে – খুবই সাদৃশ্যপূর্ণ। তাই কখনো কখনো পৃথিবীর বোন গ্রহ হিসেবে উল্লেখ করা হয়। তবে শুক্রের জলবায়ু অনেকটাই আলাদা।

৩) প্রশ্ন: মহাবিশ্বের অধ্যায়ন সম্পর্কিত বিজ্ঞান
কে কী বলা হয়?

ক) জ্যোতিষ শাস্ত্র
খ) জ্যোতির্বিদ্যা
গ) কসমোলজি
ঘ) সবগুলিই
উত্তর: গ) কসমোলজি

– মহাবিশ্ব সম্পর্কিত বিজ্ঞান হল কসমোলজি। কসমোলজি হল সেই বিজ্ঞান যা মহাবিশ্বের উৎপত্তি, গঠন এবং বিবর্তন অধ্যয়ন করে এবং এটি একটি বহুবিভাগীয় বিজ্ঞান। এর উদ্দেশ্য হল মহাবিশ্ব কিভাবে গঠিত হয়েছে, কেন এটি আজকে আমরা দেখতে পাই এবং ভবিষ্যতে এর ভাগ্য কী হবে তা বোঝা।

৪) প্রশ্ন: ‘বাংলার দুঃখ” নামে পরিচিত নদীটির
নাম কী?

ক) দামোদর
খ) ময়ূরাক্ষী
গ) তিস্তা
ঘ) অজয়
উত্তর: ক) দামোদর

– পশ্চিমবঙ্গের সমভূমিতে ভয়াবহ বন্যার – কারণে দামোদর নদীকে “বাংলার দুঃখ” বা ‘Sorrow of Bengal’ বলা হয়।

৫) প্রশ্ন: এমন কোন জিনিস আছে যা ভিজলে
১ কেজি, শুকোলে ২ কেজি আর পোড়ালে হয়
৩ কেজি?

ক) পটাশিয়াম
খ) সালফার
গ) ফসফরাস
ঘ) ক্রোমিয়াম
উত্তর: খ) সালফার

– সালফার একটি বহুযোজী অধাতব – রাসায়নিক পদার্থ। বৈশিষ্টপূর্ণ হলুদ রঙের কারণে একে সহজেই চেনা যায়। অজৈব এবং জৈব উভয় রসায়নে এর গুরুত্ব অপরিসীম। সালফার জীবনের জন্যেও অপরিহার্য।


Koushik Dutta

সম্পর্কিত খবর