বিয়ের আগে যৌনতায় মত্ত হলে কি কি সমস্যা হতে পারে জেনে নিন!

 

বাংলা hunt ডেস্ক : আজকাল বিয়ের আগে শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়া কোনো ব্যাপারই নয় । অধিকাংশ প্রেমিক প্রেমিকাই যৌন মিলন করে থাকে । এর ফলে সম্পর্কের গভীরতা যেমন বাড়ে তেমনি নানা সমস্যাও তৈরি হয়। তাই আজ আলোচনা করা হলো সেই সমস্ত সমস্যা গুলি নিয়ে , যা বিয়ের আগে যৌনসঙ্গম করলে স্বাভাবিক ভাবে হয়ে থাকে –

 

বিয়ের আগে যৌনসঙ্গম করার সময় সতর্ক না হলে গর্ভধারণের মতন সমস্যা তৈরি হতে পারে । যেটি হলে স্বাভাবিক ভাবেই চিন্তাগ্রস্থ হয়ে পড়ে ওই যুগলবন্দি।

বিয়ের আগে যৌনসঙ্গম হলে অনেক মহিলারাই বিষন্নতায় ভোগেন সেই শারীরিক সম্পর্কে কেন্দ্র করে। অনেক মহিলা গভীর অপরাধ বোধেও ভোগেন।

08eed img 20190607 203012 1

অনেকে বলেন , বিয়ের আগে সেক্স করলে একে অপরের প্রতি আকর্ষণ কমে যায়।

অনেক সময় এটিও হয় প্রেমিক যুগলের মধ্যে যদি সত্যি ভালোবাসা না থাকে তবে সেক্ষেত্রে যৌন মিলনের পর সম্পর্ক টি টিকে থাকেনা । আবার এটি ও হয় , যদি সঙ্গী বাছা নিয়ে মনের ভিতর দোটানা থাকে , তবে সেক্সের পর অনেকে তাঁর সঙ্গীকে “না” বলতে পারেন না । হীনমন্যতায় ভোগেন।

বিয়ের আগে এই শারীরিক সম্পর্কের কথা অধিকাংশ ক্ষেত্রেই পরিবারের থেকে আড়াল করে রাখা হয়। তাই কোনো ধরনের সমস্যা হলে পরিবারকেও বলা যায় না । যা মানসিক ভাবে ক্ষতিগ্রস্থ করে।

সম্পর্কিত খবর