১০ হাজার টাকা দিয়ে হয়ে যান সরকারের পার্টনার, প্রতিমাসে হবে দারুণ আয়! জানালেন গড়করি

বাংলা হান্ট ডেস্ক: কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি (Nitin Gadkari) শুক্রবার বম্বে স্টক এক্সচেঞ্জে (BSE) InvIT NCDs-এর লিস্টিংয়ের মাঝে জানিয়েছেন যে, “এটি একটি ঐতিহাসিক দিন এবং আমি খুব খুশি।” মূলত, দেশের সাধারণ নাগরিকদের সামগ্রিকভাবে বিনিয়োগের সুযোগ দিতে সরকার InvIT NCD নিয়ে এসেছে। এতে ২৫ শতাংশ NCD (Non Convertible Debenture) খুচরো বিনিয়োগকারীদের (Retail Investors) জন্য সংরক্ষিত করে রাখা হয়েছে বলে জানা গিয়েছে।

নীতিন গড়করি টুইট করেছেন: প্রসঙ্গত উল্লেখ্য যে, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া (NHAI) InvIT NCD-এর মাধ্যমে আপনাকে ব্যাঙ্কগুলির তুলনায় ৮.০৫ শতাংশ বেশি রিটার্ন দেয়। পাশাপাশি, এতে ন্যূনতম বিনিয়োগের সীমা মাত্র ১০ হাজার টাকা। এদিকে, নীতিন গড়করি টুইট করে জানিয়েছেন যে, “আমরা এবার অন্তত খুচরো বিনিয়োগকারীদের (অবসরপ্রাপ্ত নাগরিক, বেতনভুক্ত ব্যক্তি, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার মালিকদের) জাতি গঠন কার্যক্রমে অংশগ্রহণ করার সুযোগ দিতে পারব।”

InvIT সাতগুণ ওভারসাবস্ক্রাইবড হয়েছে: নিতিন গড়করি আরও জানিয়েছেন যে, InvIT-এর দ্বিতীয় রাউন্ডটি খোলার মাত্র ৭ ঘন্টার মধ্যে প্রায় ৭ গুণ ওভারসাবস্ক্রাইবড হয়েছে। তিনি বলেন, বোম্বে স্টক এক্সচেঞ্জে InvIT NCD-এর তালিকাভুক্ত হওয়া ঐতিহাসিক ঘটনা। কারণ এই ইনফ্রা ফান্ডিংয়ের জেরে জনগণের অংশগ্রহণের জন্য একটি নতুন ভোরের সূচনা হবে। এখন সাধারণ বিনিয়োগকারীরাও ইনফ্রা ফান্ডে অর্থ বিনিয়োগ করতে পারবেন। পাশাপাশি, এর ফলে কমপক্ষে ৮.০৫ শতাংশ হারে রিটার্ন পাওয়ার একটি দুর্দান্ত সুযোগও রয়েছে।

আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা: কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী বলেছেন, “InvIT বন্ডগুলি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আত্মনির্ভর ভারতের স্বপ্নকে উপলব্ধি করার ক্ষেত্রে একটি দুর্দান্ত সুযোগ দেবে। আমাদের দেশের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য বিশেষ করে রাস্তাগুলিতে বিশাল বিনিয়োগের ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমি নিশ্চিত যে আরও বিনিয়োগকারী এতে অংশগ্রহণ করবেন।”

ইক্যুইটি ফান্ডের মতো বিনিয়োগের সুবিধা: ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া (NHAI) InvIT-এর মাধ্যমে NCDs জারি করে। যেখানে বিনিয়োগকারীরা ১০ হাজার টাকা বিনিয়োগ করে সরকারের ব্যবসায়িক অংশীদার হতে পারেন। পাশাপাশি, InvIT-এ অন্যান্য ইকুইটি ফান্ডের মতো বিনিয়োগ করার সুবিধাও থাকবে। এছাড়াও, এর ট্রেডিং শুধুমাত্র BSE-তে করা হবে।

এমতাবস্থায়, নীতিন গড়করি আশা প্রকাশ করেছেন যে, আরও খুচরো বিনিয়োগকারীরা এর প্রতি আকৃষ্ট হবেন। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, এখানে আপনি যদি লক-ইন পিরিয়ড পর্যন্ত টাকা রাখেন, সেক্ষেত্রে আপনি নির্দিষ্ট হারে ন্যূনতম রিটার্ন পাবেন। আর এখানেই এটি বাকি ইক্যুইটি ফান্ড থেকে এই অর্থে আলাদা। অন্যান্য ইক্যুইটি ফান্ড সাধারণত বাজার অনুযায়ী রিটার্ন দেয় এবং বাজারে পতন দেখা গেলে ক্ষতির সম্ভাবনাও থাকে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর