ফুলেফেঁপে উঠবে লক্ষ্মী ভান্ডার! নামমাত্র বিনিয়োগেই লাখপতি হওয়ার সুবর্ণ সুযোগ

বাংলা হান্ট ডেস্ক : লাখপতি হতে কে না চায়! কিন্তু এখনকার এই মূল্যবৃদ্ধির বাজারে টাকা রোজগার করলেও সঞ্চয় করা যাচ্ছে না কিছুতেই। সেইসাথে পাল্লা দিয়ে বাড়ছে খরচের পরিমাণ-ও। তাই কোস্ট করে উপার্জিত অর্থ সঞ্চয়ের জন্য সকলেরই কমবেশি সকলেরই অন্যতম বিশ্বাসযোগ্য আর্থিক প্রতিষ্ঠান হল পোস্ট অফিস (Post Office)। এখানে রয়েছে একাধিক জনপ্রিয় পোস্ট অফিস স্কিম।

পোস্ট অফিসের (Post Office) জনপ্রিয় স্কিম

আর এখনকার দিনে আমাদের দেশে টাকা জমানোর জন্য অত্যন্ত বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য একটি আর্থিক প্রতিষ্ঠান হল পোস্ট অফিস (Post Office)। সব থেকে বড় কথা হলো পোস্ট অফিসে টাকা জমিয়ে রিটার্ন-ও পাওয়া যায় খুব ভালো পরিমাণ। তাই কম টাকা জমিয়ে ভালো রিটার্ন (Return)পাওয়ার জন্য সকলেই চোখ বুজে ভরসা করেন পোস্ট অফিসের (Post Office) ওপরেই।

পোস্ট অফিসের (Post Office) অত্যন্ত জনপ্রিয় একটি ক্ষুদ্র সঞ্চয় স্কিম হলো রেকারিং ডিপোজিট বা আরডি স্কিম (Recurring Deposit Scheme)। এই  স্কিমে নূন্যতম টাকা জমিয়েও লাখপতি হতে পারেন যে কেউ। এরই মধ্যে সাধারণ মানুষের কথা ভেবেই এই ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে বিরাট পরিবর্তন এনেছে কেন্দ্রীয় সরকার। সুদের হার এক লাফে বাড়িয়ে করা হয়েছে ৬.৭। যদিও আগে এই স্কিমে (Post Office Scheme) সুদের হার ছিল মাত্র ৬.৫ শতাংশ। তাই এই সুযোগে কেউ যদি পোস্ট অফিসে রেকারিং ডিপোজিট (Post Office Scheme) করতে চান তাহলে প্রথমেই বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে রাখা জরুরি।

পোস্ট অফিসের যেকোনো শাখায় রেকারিং ডিপোজিট স্কিম (Post Office Scheme) অ্যাকাউন্ট খোলা যায়। সবচেয়ে মজার বিষয় হল মাত্র ১০০ টাকা বিনিয়োগ করে এই অ্যাকাউন্ট খোলা সম্ভব হয়। আরডিতে অ্যাকাউন্ট খোলার তারিখ থেকে তিন বছর পর তা অকালে প্রত্যাহার করারও সুবিধা পাওয়া যায়। তবে কেউ চাইলে এই আরডি স্কিমে বিনিয়োগ করে ঋণ-ও পেতে পারেন। তবে অ্যাকাউন্ট খোলার তারিখ থেকে এক বছর পর জমা করা অর্থের ৫০ শতাংশ পর্যন্ত ঋণ হিসেবে নিতে পারেন বিনিয়োগকারীরা।

আরও পড়ুন : টলিপাড়ায় আবার ভাঙনের সুর! যীশু-নীলাঞ্জনার পর ঘর ভাঙছে কাদের?

তবে এর জন্য আর ডি স্কিমের সুদের চেয়ে দুই শতাংশ বেশি হারে সুর দিতে হয়। উদাহরণ  হিসাবে বলা যেতে পারে কেউ যদি পাঁচ বছরের জন্য আরডি স্কিম করেন এবং সেখানে প্রত্যেক মাসে পাঁচ হাজার টাকা করে বিনিয়োগ করেন তাহলে আর ডি ক্যালকুলেটর অনুযায়ী পাঁচ বছরে তিনি মোট তিন লক্ষ টাকা জমা করতে পারবেন।

post Office

আর সেইসাথে যোগ হবে ৬.৭ শতাংশ হারে পাওয়া সুদের টাকাও। যা হল মোট ৫৬ হাজার ৮৩০ টাকা।  এই পরিমাণ টাকা পাওয়া যাবে  শুধুমাত্র সুদ  হিসাবে। আর সুদ এবং আসল মিলিয়ে তার মোট জমা রাশি হবে ৩ লক্ষ ৫৬ হাজার ৮৩০ টাকা। কিন্তু এই পাঁচ বছর পরেও যদি কেউ তার আর ডি স্কিমের মেয়াদ বাড়াতে চান তাহলে সেক্ষেত্রে তিনি মোট ৬ লাখ টাকা জমা করতে পারবেন। আর তার ওপরে ৬.৭% সুদের হার দিয়ে দাঁড়াবে ২  লক্ষ ৫৪ হাজার ২৭২ টাকা।  অর্থাৎ  দশ বছরে সুদ এবং আসল মিলিয়ে তিনি মোট রিটার্ন পাবেন ৮ লক্ষ ৫৪ হাজার ২৭২ টাকা।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর