বাংলাহান্ট ডেস্ক : ভবিষ্যতের জন্য আমাদের প্রত্যেককেই টাকা সঞ্চয় করে রাখতে হয়। কেউ সাধারণভাবে টাকা ফেলে রাখেন ব্যাঙ্কে, আবার কেউ বিভিন্ন স্কিমে বিনিয়োগ করে মুনাফা করেন মোটা সুদ। ব্যাঙ্ক এবং পোস্ট অফিস, সাধারণ মধ্যবিত্ত মানুষের টাকা জমা রাখার এই দুটি জায়গা খুবই বিশ্বস্ত।
আপনারাও যদি অল্প টাকা বিনিয়োগ করে অধিক লাভ পেতে চান তাহলে আজকের এই প্রতিবেদনটি অবশ্যই মন দিয়ে পড়ুন। বিশ্বের সবথেকে বেশি পোস্ট অফিস (Post Office) রয়েছে ভারতে। মানুষের সুবিধার কথা মাথায় রেখে পোস্ট অফিস বিভিন্ন স্কিম লঞ্চ করেছে। আজকের এই প্রতিবেদনে আমরা পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট সম্পর্কে আলোচনা করব।
আপনারা রেকারিং ডিপোজিটে যদি কিছু টাকা করে জমান তাহলে খুব দ্রুত লাখপতি হতে পারেন। পোস্ট অফিস বর্তমানে ৬.৫ শতাংশ সুদ দিচ্ছে রেকারিং ডিপোজিটে। এই হিসাবে আপনি যদি প্রতিমাসে ৬০০ টাকা করে জমান তাহলে খুব সহজেই তা এক লাখ টাকায় পরিণত হবে। পাঁচ বছরের একটি আরডি স্কিম রয়েছে ইন্ডিয়া পোস্টে।
৬.৫ শতাংশ হারে মাসিক ৬০০ টাকার আরডি করলে আপনার মোট ৪২,৫৯৩ টাকার ফান্ড তৈরি হবে। আরও পাঁচ বছরের জন্য এই ফান্ড বর্ধিত করলে তা পরিণত হবে ১.০১ লক্ষ টাকায়। এই স্কিমে আপনি মোট জমা করবেন ৭২ হাজার টাকা। ২৯,৩৮৮ টাকা পাবেন সুদ হিসাবে। এভাবে সহজেই পোস্ট অফিসের রেকারিং ডিপোজিটের মাধ্যমে আপনি লাখপতি হতে পারেন।
আপনাদের জানিয়ে রাখি পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট মাসিক ১০০ টাকা থেকে শুরু। সর্বোচ্চ কোনও সীমা নেই আমানতের ক্ষেত্রে। আপনি যত ইচ্ছা টাকা জমা করতে পারেন। তবে এখানে একটি বিষয় মনে রাখতে হবে যে এই সুদের হারগুলি প্রতি ৩ মাসে পর্যালোচনা করা হয়। আরডিতে আমানতের সুদ প্রতি মাসের শেষে উপস্থিত ব্যালেন্সের উপর গণনা করা হয়।