মাত্র ৬৭ টাকা বিনিয়োগ করেই হয়ে যান লাখপতি, দুর্দান্ত অফার নিয়ে এল ভারতীয় ডাক বিভাগ

Published On:

বাংলাহান্ট ডেস্ক : বর্তমান যুগের তরুণ তরুণীরা তাদের ভবিষ্যতের ব্যাপারে আগে থেকেই অনেক পরিকল্পনা করে রাখে। বিয়ে,সন্তান,অসুখ বিসুখ,পেনশন ইত্যাদি বিষয় তারা আগে থেকেই সিকিউর করে রাখতে চায়।তাই আজ আমরা এমন একটি স্কিমের বিষয়ে সন্ধান দেবো যা আপনার সন্তানের ভবিষ্যতের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। যে সকল দম্পতি সদ্য বাবা মা হয়েছেন বা হতে চলেছেন তাদের এই বিষয়টি জেনে রাখা অতি অবশ্যক।

বর্তমান সময়ে ভারতবর্ষে বিভিন্ন ধরনের সেভিংস স্কিম প্রচলিত আছে। বিভিন্ন সরকারি ও বেসরকারি ক্ষেত্র এই ধরনের স্কিম অফার করে থাকে। বেসরকারি ক্ষেত্রের মধ্যে শেয়ার, মিউচুয়াল ফান্ড অন্যতম। কিন্তু সেসব ক্ষেত্রে অনেকটাই ঝুঁকি থেকে যায়। শেয়ারের দামের ওঠা নামার সাথে সাথে আপনার লাভ ক্ষতি নির্ভর করে। সেক্ষেত্রে অধিকাংশ মধ্যবিত্ত পরিবারই সরকারি স্কিমে টাকা বিনিয়োগ করাকে সুরক্ষিত মনে করেন। আর এই ক্ষেত্রে সর্বোত্তম হলো ভারতীয় পোস্ট অফিস।

বর্তমানে ভারতীয় পোস্ট অফিসে বিভিন্ন ধরনের সঞ্চয় প্রকল্প চালু আছে। এই স্কিম গুলির মধ্যে অন্যতম হলো আর ডি বা রেকারিং ডিপোজিট। এই স্কিমের অধীনে প্রতিমাসে কিছু নির্দিষ্ট পরিমাণ টাকা জমা করতে হয় পোস্ট অফিসে। যেকোন অভিভাবকই তাদের সন্তানের জন্য এই স্কিম খুলতে পারেন। পোস্ট অফিসের এই আর ডি স্কিমের অধীনে বার্ষিক ৫.৮% হারে সুদ পাওয়া যায়। এই সুদ অন্যান্য সেভিংস অ্যাকাউন্টের সুদের থেকে অনেকটাই বেশি।

যে সকল অভিভাবক তাদের সন্তানদের জন্য এই স্কিমে বিনিয়োগ করতে চান তাদের দৈনিক ৬৭ টাকা বা মাসিক ২০০০ টাকা পোস্ট অফিসে জমা করতে হবে। একটানা ৫ বছর এই স্কিমে বিনিয়োগ করলে তা হয়ে উঠবে এক লক্ষ কুড়ি হাজার টাকা। সেই সাথে যোগ হবে হিসাব মতো সুদের পরিমাণ। অর্থাৎ আপনার সন্তান পাঁচ বছর পেরতে না পেরতেই লাখপতি হয়ে উঠবে।

পাঁচ বছর পূর্ণ হওয়ার আগে যদি কোন আপদকালীন পরিস্থিতিতে এই টাকা তুলতে হয়, সেক্ষেত্রে স্কিম শুরু হওয়ার তিন বছর পর থেকে এই টাকা তোলা যায়। এছাড়াও এই প্রকল্প এক বছর পূর্ণ হলে তা থেকে ঋণের সুবিধাও প্রদান করে পোস্ট অফিস।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

X