টাটা গ্রুপের এই শেয়ারে লাগান টাকা, খুব কম সময়েই হয় যাবেন মালামাল

বাংলা হান্ট ডেস্ক: বিগত এক বছর ধরে টাটা গ্রুপের (Tata Group) কোম্পানি টাটা পাওয়ারের শেয়ারের দামে ক্রমাগত পরিবর্তন পরিলক্ষিত হয়েছে। এই স্টকটি এক বছর, ৬ মাস এমনকি, ২০২৩-এ YTD ভিত্তিতে নেগেটিভ রিটার্ন দিয়েছে।

যদিও, এখন ব্রোকারেজ অনুমান করছে যে, এই শেয়ারের দাম এবার বৃদ্ধি পাবে। এর পাশাপাশি ব্রোকারেজ বাই রেটিং-ও দিয়েছে। এর মানে হল যে, বিনিয়োগকারীরা ইচ্ছা করলেই একবার এই শেয়ারে ভাগ্য নির্ধারণ করতে পারেন।

টার্গেট প্রাইস কি: ঘরোয়া ব্রোকারেজ ইয়েস সিকিউরিটিজ টাটা পাওয়ার শেয়ারের ক্ষেত্রে টার্গেট প্রাইস ২২৬ টাকা নির্ধারণ করেছে। বর্তমানে এই শেয়ারটি বিএসইতে ২০৭.০৫ টাকার স্তরে রয়েছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ২০২২-এর ৭ সেপ্টেম্বর তারিখে এই শেয়ারের দাম ২৫১ টাকায় উঠেছিল। এটি ওই শেয়ারের ৫২ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ স্তর ছিল। এদিকে, ২০২২-এর ২৮ মার্চ এই শেয়ারের দাম ছিল ১৮২.৪৫ টাকা। এটি ছিল সংশ্লিষ্ট স্টকের ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তর।

টাটা পাওয়ারের নতুন চুক্তি: এদিকে জানা গিয়েছে যে, ইতিমধ্যেই টাটা পাওয়ার একটি চুক্তি সম্পন্ন করেছে। মূলত, টিপি সৌর্য লিমিটেড রাজস্থানের বিকানেরে ২০০ মেগাওয়াট সৌর প্রকল্প স্থাপনের জন্য টাটা পাওয়ার ট্রেডিং কোম্পানি লিমিটেডের সাথে বিদ্যুৎ ক্রয়ের একটি চুক্তি (পিপিএ) সম্পন্ন করেছে। উল্লেখ্য যে, টিপি সৌর্য লিমিটেড টাটা পাওয়ারের নিজস্ব টাটা পাওয়ার রিনিউয়েবল এনার্জি লিমিটেড (Tata Power Renewable Energy Limited, (TPREL)-এর একটি সাবসিডিয়ারি কোম্পানি।

pension money

চুক্তির বিশদ বিবরণ: এমতাবস্থায়, এই চুক্তিটির পরিপ্রেক্ষিতে TPREL-এর মোট পুনর্নবীকরণযোগ্য শক্তির ক্ষমতা ৬,৭৮৮ মেগাওয়াটে পৌঁছে গেছে। যার মধ্যে ৩,৯১৭ মেগাওয়াট (সৌর শক্তি ২,৯৮৯ মেগাওয়াট এবং বায়ু শক্তি ৯২৮ মেগাওয়াট) ইনস্টলড ক্ষমতা এবং ২,৮৭১ মেগাওয়াট বাস্তবায়নের বিভিন্ন পর্যায়ে রয়েছে। এদিকে, সংস্থাটি জানিয়েছে যে, আগামী বছর অর্থাৎ ২০২৪ সালের মার্চ মাসে ওই প্ল্যান্ট শুরু হয়ে যাবে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর