বাংলাহান্ট ডেস্ক : ঘড়ি সময় বলছে রাত সাড়ে দশটা। পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) নাকতলার বাড়িতে চলছে ইডির জিজ্ঞাসাবাদ। ইতিমধ্যেই হাজির হলেন আরও এক ইডি আধিকারিক (ED Official)। ইডি সূত্রে জানা যাচ্ছে, পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে উদ্ধার হয়েছে বিপুল অঙ্কের টাকা। এই টাকাট উৎস কী, সেই নিয়েই আরও এক দফা জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে পার্থকে। ইডি সূত্রে খবর আধিকারিকরা অনুমান করছেন উদ্ধার হওয়া এই বিরাট অঙ্কের টাকার সঙ্গে শিক্ষক নিয়োগ দুর্নীতির প্রত্যক্ষ যোগ রয়েছে।
পার্থ ঘনিষ্ঠ অর্পিতা : তৃণমূলের শহিদ দিবস অনুষ্ঠানের রেশ কাটতে না কাটতেই ঠিক পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়ি সহ একযোগে কলকাতা থেকে জেলার একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালান ইডি আধিকারিকরা। পরে পিংলায় পার্থ চট্টোপাধ্যায়ের আত্মীয়ের বাড়ি, ব্যারাকপুরে তাঁর আপ্ত সহায়কের বাড়ি এবং সন্ধ্যের দিকে ‘পার্থ ঘনিষ্ঠ’ অর্পিতার বাড়িতে হানা দেয় ইডি। সেখানেই উদ্ধার হয় প্রায় ২১ কোটি টাকা, বিদেশি মুদ্রা, সোনা, ২০ টি মোবাইল ফোন সহ আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র। এখনও পর্যন্ত জিজ্ঞাসাবাদ পর্ব চললেও প্রাক্তন শিক্ষামন্ত্রীর বাড়িতে ইডির হানার পর ঠিক কেমন ছিল সারাদিনের ঘটনাক্রম?
সকাল আটটা নাগাদ পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ঢোকেন ইডি-র ৯-১০ জন আধিকারিক। তাঁদের সঙ্গে ছিল সিআরপিএফ জওয়ানও। প্রাক্তন শিক্ষামন্ত্রীর বাড়িতে এসে প্রথমেই সমস্ত নিরাপত্তারক্ষীদের ফোন বাজেয়াপ্ত করে নেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। জানিয়ে দেওয়া হয় বাড়ি বাইরে কাউকে বেরোতে দেওয়া হবে না। পরে যদিও তাঁদের বেরোনোর ছাড়পত্র দেওয়া হয়। পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে সোজা দোতলার ঘরে পৌঁছে তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেন ইডি আধিকারিকরা।
প্রথমে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীদেরও তাঁর সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছিলো না। পরে অবশ্য সেই সুযোগ দেন তদন্তকারী আধিকারিকরা। শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে টানা জেরার মাঝেই দুপুরের দিকে অসুস্থ বোধ করেন পার্থ চট্টোপাধ্যায়। তাঁকে দেখতে আসেন এসএসকেএমের তিন চিকিৎসক। মন্ত্রীর শারীরিক পরীক্ষা করেন তাঁরা। আধঘণ্টা পর কিছুটা সুস্থ বোধ করেন পার্থ চট্টোপাধ্যায়। চিকিৎসকরাও বেরিয়ে সে কথা জানান। তাঁরা চলে যাওয়ার পর ফের শুরু হয় ম্যারাথন জিজ্ঞাসাবাদ।
রাতের দিকে প্রকাশ্যে আসে পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে বিপুল অঙ্কের টাকা উদ্ধারের খবর। আর একটু রাতের দিকে আরও এক সিনিয়র ইডি আধিকারিক হাজির হন পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে।
টানা জিজ্ঞাসাবাদের চাপে অসুস্থ হয়ে পড়েছেন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শনিবার সকালেই তিনি অসুস্থবোধ করতে থাকেন বলে দাবি করেন তাঁর আইনজীবী অনিন্দ্যকিশোর রাউত। খবর দেওয়া হয় চিকিৎসকদের। সকাল ৮টা নাগাদ নাকতলার বাড়িতে ঢুকতে দেখা যায় এক চিকিৎসককে। জানা যায়, দু’জন চিকিৎসক মন্ত্রীর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করতে এসেছেন।
লালবাতি লাগানো গাড়ি চড়ে কেউ কেউ সেখানে আসতেন : বিশেষ সূত্রে জানা যাচ্ছে, বেলঘরিয়ার রথতলা এলাকায় একটি অভিজাত আবাসনে দু’টি ফ্ল্যাট রয়েছে ‘পার্থ-ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়ের। আবাসিকরা জানিয়েছেন, কয়েক মাস আগেও ওই ফ্ল্যাটে নিয়মিত দেখা যেত অর্পিতাকে। এ ছাড়া দেওয়ানপাড়াতেও একটি তাঁর একটি বাড়ি রয়েছে। সেই বাড়িতে এখন তাঁর মা এবং অন্য আত্মীয়েরা থাকেন। রথতলার ওই আবাসনের বাসিন্দারা দাবি করেন, লালবাতি লাগানো গাড়ি চড়ে কেউ কেউ সেখানে আসতেন। কিন্তু তাঁরা অর্পিতার কাছেই আসতেন কি না, তা এখনও জানা যায়নি। আবাসিকরা দাবি করছেন, সেখানে কে প্রবেশ করছেন, তা রেজিস্টারে লেখা থাকে। সেটা পরীক্ষা করলেই সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাবে।
‘পার্থ-ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে ২০ কোটি টাকা উদ্ধার হয়েছে বলে শুক্রবার রাতেই জানিয়েছিল ইডি। উদ্ধার হওয়া টাকা রাতেই গোনা শুরুর পর সকালে ইডি সূত্রে জানা যায়, এখনও পর্যন্ত মোট ২১ কোটি টাকা গুনতে পেরেছেন ব্যাঙ্ককর্মীরা। টাকা গোনার কাজ এখনও চলছে। ইডি সূত্রে খবর, তদন্তে একেবারেই সহযোগিতা করছেন না অর্পিতা। বাকি সব প্রশ্নের জবাব দিলেও, এই টাকার উৎস নিয়ে কোনও প্রশ্নেরই উত্তর দিচ্ছেন না ‘পার্থ-ঘনিষ্ঠ’ অর্পিতা। এই মুহুর্তে জানা যাচ্ছে গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়।