৯০ দিনেই পয়সা ডবল! এই সরকারি কোম্পানিতে বিনিয়োগ করে বিপুল লাভ বিনিয়োগকারীদের

বাংলা হান্ট ডেস্ক: এবার সরকারি কোম্পানি কোচিন শিপইয়ার্ড লিমিটেডের (Cochin Shipyard Limited) শেয়ার স্বল্প মেয়াদে বিনিয়োগকারীদের বিপুল মুনাফার সুযোগ করে দিয়েছে। শুধু তাই নয়, কোচিন শিপইয়ার্ডের শেয়ারের দাম মাত্র তিন মাসেই দ্বিগুণ হয়েছে। পাশাপাশি, এটি বিনিয়োগকারীদের জন্য একটি মাল্টিব্যাগার স্টক (Multibagger Stock) হিসেবেও প্রমাণিত হয়েছে। এমতাবস্থায়, কোম্পানিটি এখন শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের ঘোষণা করেছে। জানা গিয়েছে বিনিয়োগকারীরা শেয়ার প্রতি ৭ টাকা লভ্যাংশ পাবেন। ইতিমধ্যেই কোচিন শিপইয়ার্ড এক্সচেঞ্জ ফাইলিংয়ে জানিয়েছে যে, কোম্পানির বোর্ড অফ ডাইরেক্টরস এই লভ্যাংশের ঘোষণা করেছে।

কোম্পানিটির শেয়ার মূল্য: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ২০২২-২৩ অর্থবর্ষে ১০ টাকার ফেস ভ্যালুর একটি শেয়ারের জন্য ৭০ শতাংশ অর্থাৎ ৭ টাকার অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। এটির জন্য রেকর্ড ডেট হল ২২ নভেম্বর। উল্লেখ্য যে, কোচিন শিপইয়ার্ড হল একটি মাঝারি আকারের কোম্পানি। পাশাপাশি, এর বাজার মূল্য হল প্রায় ৮,৮০০ টাকা। এদিকে, বৃহস্পতিবার এই কোম্পানিটির শেয়ার ০.৫০ শতাংশ বেড়েছে। এমতাবস্থায়, কোচিন শিপইয়ার্ড লিমিটেডের শেয়ার বৃহস্পতিবার ৬৬৯.৫০-তে বন্ধ হয়েছে। পাশাপাশি, গত এক বছরে এই কোম্পানিটির শেয়ার ৭৮.০৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। শুধু তাই নয়, এই স্টকটি গত ছয় মাসে বিএসইতে ১১০ শতাংশেরও বেশি বেড়েছে।

মাল্টিব্যাগার রিটার্ন: উল্লেখ্য যে, কোম্পানিটি গত তিন মাসে তার বিনিয়োগকারীদের মাল্টিব্যাগার রিটার্ন দিয়েছে। গত ১৬ আগস্ট কোচিন শিপইয়ার্ডের স্টক ছিল ৩৩৫ টাকার স্তরে। তবে, গত ১৭ নভেম্বর এটি ৬৬৯ টাকায় বন্ধ হয়েছিল। শুধু তাই নয়, গত এক বছরে স্টকটি প্রায় ৮০ শতাংশ ও গত ছয় মাসে ১১০ শতাংশ এবং এক মাসে ২৫ শতাংশের বেশি রিটার্ন দিয়েছে।

এদিকে, জাহাজ নির্মাণ ব্যবসায় ধীরগতির কারণে সেপ্টেম্বর ত্রৈমাসিকে কোম্পানিটির লাভে ১.৯ শতাংশের পতন পরিলক্ষিত হয়েছে। পাশাপাশি, কোম্পানির আয় হয়েছে ৬৮৩ কোটি টাকা।

MONEY IN HANDS

বিদেশ থেকে আসে অর্ডার: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, কোচিন শিপইয়ার্ড হল একটি সরকারি কোম্পানি। এছাড়াও, এটি ভারতীয় নৌবাহিনীর পাশাপাশি ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের শীর্ষস্থানীয় সংস্থাগুলি থেকে জাহাজ তৈরির ক্ষেত্রে অর্ডার পায়। কোম্পানির ইয়ার্ডে ১.১ লক্ষ টন পর্যন্ত জাহাজ তৈরি এবং বছরে ১.২৫ লক্ষ টনের জাহাজ মেরামতেরও সুবিধা রয়েছে।

(বিশেষ দ্রষ্টব্য: স্টক মার্কেটে বিনিয়োগ করার আগে অবশ্যই একজন আর্থিক উপদেষ্টার সাহায্য নিন।)


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর