SBI-এর দুর্ধর্ষ অফার! প্রতি মাসে মাত্র এত টাকা বিনিয়োগ করেই হয়ে যান কোটিপতি

Published On:

বাংলাহান্ট ডেস্ক : ভারতের মধ্যবিত্ত বিনিয়োগকারীদের মধ্যে ক্রমে জনপ্রিয়তা লাভ করছে মিউচুয়াল ফান্ড। আজকাল অনেকেই এসবিআই (State Bank of India) সহ বিভিন্ন ব্যাঙ্ক ও পোস্ট অফিসের বিভিন্ন স্কিমের পাশাপাশি বিনিয়োগের মাধ্যম হিসেবে বেছে নিচ্ছেন মিউচুয়াল ফান্ডকে। বিশেষত যারা দীর্ঘমেয়াদী বিনিয়োগে ইচ্ছুক তাদের কাছে মিউচুয়াল ফান্ডের SIP হয়ে উঠেছে ভরসার অন্যতম একটি বড় মাধ্যম।

অফার দিচ্ছে এসবিআই (State Bank of India)

ভারতের বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (State Bank of India) এমনই কিছু মিউচুয়াল ফান্ড (Mutual Fund) রয়েছে যেখানে প্রতিমাসে সামান্য বিনিয়োগ (Investment) করলে হয়ে উঠতে পারেন কোটিপতি। SBI লার্জ এবং মিডক্যাপ ফান্ড পথচলা শুরু করে আজ থেকে প্রায় ৩২ বছর আগে।

আরও পড়ুন : যাদবপুরে রাজনৈতিক কর্মসূচি নিয়ে বিরাট নির্দেশ হাইকোর্টের! তোলপাড় রাজ্য

SIP (Systematic Investment Plan) ক্যালকুলেটর অনুযায়ী, ১৯৯৩ সালে এসবিআই-এর এই ফান্ডে যদি কেউ ১০ হাজার টাকার SIP করতেন, তাহলে আজকের তারিখে দাঁড়িয়ে সেই বিনিয়োগকারী তৈরি করে ফেলতে পারতেন ৬.৭৫ কোটি টাকার তহবিল। একটি বিবৃতিতে সম্প্রতি SBI মিউচুয়াল ফান্ড বিস্তারিত জানায়।

আরও পড়ুন : সরকারি কর্মীদের পোয়া বারো! আজই হতে পারে DA বৃদ্ধির ঘোষণা! কবে থেকে অ্যাকাউন্টে ঢুকবে?

সংস্থার তরফে জানানো হয় যে, “এসবিআই লার্জ অ্যান্ড মিডক্যাপ ফান্ড ৩২ বছর পূর্ণ করেছে। এই ওপেন-এন্ডেড স্কিমটি লার্জ ক্যাপ এবং মিড ক্যাপ উভয় স্টকগুলিতে বিনিয়োগ করে। ২৮ ফেব্রুয়ারি, ১৯৯৩-এ স্কিমটি আইন দ্বারা অন্তর্ভুক্ত করা হয়েছিল।” গত ৫ বছরে বিনিয়োগকারীদের মোটা রিটার্ন দিয়েছে এই ফান্ড। এই সময়কালের মধ্যে ১৯.১৫ শতাংশ হারে রিটার্ন এসেছে বিনিয়োগকারীদের কাছে।

 Investment for State Bank of India.

গত ১৫ বছরে এই স্কিমে রিটার্ন এসেছে ১৫.৬ শতাংশ হারে। পাশাপাশি ১০ বছরে ১৫.৫৭%, ৫ বছরে ১৮.৪৪% ও ৩ বছরে ১৩.৬৫ শতাংশ হারে রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা। ২০১৬ সাল থেকে ফান্ড তহবিল পরিচালনার দায়িত্ব পালন করছেন সৌরভ পন্থ। বর্তমানে এই স্কিমের ম্যানেজমেন্টের অধীনে সম্পদের পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে ২৮,৬৮১ কোটি টাকায়। ভারতের ব্যাঙ্কিং সেক্টরে স্টেট ব্যাঙ্ক অত্যন্ত জনপ্রিয় একটি নাম। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই  মিউচুয়াল ফান্ড তাই সহজেই জনপ্রিয় হয়ে উঠেছে বিনিয়োগকারীদের মধ্যে।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

X