বাংলাহান্ট ডেস্ক : কয়েক বছর আগে পর্যন্তও অর্থ সঞ্চয়ের (Investment) ক্ষেত্রে ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট, রেকারিং ডিপোজিটই প্রথম পছন্দ ছিল অধিকাংশ মানুষের। অর্থাৎ যেখানে কোনো রকম ঝুঁকি ছাড়াই টাকা সঞ্চয় করা যায়। কিন্তু বিগত কয়েক বছরে চিত্রটা সম্পূর্ণ বদলে গিয়েছে। ঝুঁকি নিয়ে হলেও বেশি সুদের দিকে ঝুঁকছে সাধারণ মানুষ। মিউচুয়াল ফান্ড, প্রভিডেন্ট ফান্ড, স্বল্প সঞ্চয়ে লগ্নির (Investment) পরিমাণ বাড়ছে উল্লেখযোগ্য হারে।
ব্যাঙ্কের এফডি ছেড়ে ঝুঁকির লগ্নি (Investment) আমজনতার
স্টেট ব্যাঙ্কের সাম্প্রতিক রিপোর্ট বলছে, সাধারণ মানুষের সঞ্চয়ের ক্ষেত্রে ব্যাঙ্কের আমানতের হার দ্রুত কমছে। সেই জায়গা নিচ্ছে মিউচুয়াল ফান্ড, প্রভিডেন্ট ফান্ড, শেয়ার বাজার। রিপোর্ট বলছে, ২০২০-২১ সালে মোট আর্থিক সঞ্চয়ের (Investment) ৪৭.৬ শতাংশ ছিল ব্যাঙ্ক আমানত। ২০২২-২৩ অর্থবর্ষে তা কমে হয় ৪৫.২ শতাংশ। ফান্ডে অর্থ সঞ্চয়ের অঙ্ক ৭.৬ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৮.৪ শতাংশ। অন্যদিকে পিএফ, স্বল্প সঞ্চয়ে হার বেড়েছে ১২.৬ শতাংশ থেকে ১৩.৭ শতাংশ।
পছন্দ বদলাচ্ছে মানুষের: আর্থিক বিশেষজ্ঞদের মতে, ব্যাঙ্কের স্থায়ী আমানত বা রেকারিং ডিপোজিটের তুলনায় পিএফ বা স্বল্প সঞ্চয়ে বেশি রিটার্ন মেলে। তাই এই ধরণের আর্থিক ক্ষেত্রে আগ্রহ বাড়ছে মানুষের। তবে ফান্ডে আগে ১ শতাংশও সঞ্চয় হত না। কিন্তু এখন সঞ্চয়ের হার বিপুল বেড়েছে। রিটার্ন বেশি থাকায় ঝুঁকি উপেক্ষা করেও শেয়ার বাজারে লগ্নি (Investment) বাড়াচ্ছে মানুষ।
আরো পড়ুন : বসে খেতে পারবেন ৫ বছর, অম্বানির বিয়েতে বিপুল টাকা পেয়েও “মুখ ভার” মিকার, কেন?
লগ্নি বাড়ছে স্থাবর সম্পত্তিতে: রিপোর্ট অনুযায়ী, ২০২০-২১ অর্থবর্ষে মানুষের মোট সঞ্চয় আর্থিক ক্ষেত্রে ছিল ৫১.৭ শতাংশ। ২০২২-২৩ অর্থবর্ষে তা নেমে গিয়েছে ২৮.৫ শতাংশে। কিন্তু আর্থিক ক্ষেত্রে লগ্নি (Investment) কমে এখন বেড়েছে স্থাবর সম্পত্তিতে।
আরো পড়ুন : সব হম্বিতম্বি শেষ! পেট চালাতে ভারতের থেকেই এবার সাহায্য চাইছে বাংলাদেশ, মুখ পুড়ল ইউনূসের
স্থাবর সম্পত্তিতে লগ্নি ৪৮ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৭১.৫ শতাংশ। বিশেষজ্ঞরা বলছেন, আর্থিক লগ্নিতে সুদ কমছে কিন্তু ঝুঁকি বাড়ছে। তাই স্থাবর সম্পত্তি এবং সোনায় লগ্নির দিকেই বেশি ঝুঁকছে মানুষ। তবে এতে ব্যাঙ্কের ক্ষেত্রে পুঁজি জোগাড় করতে সমস্যা হবে বলেই মত বিশেষজ্ঞদের।