বাংলাহান্ট ডেস্ক : আপনার বিনিয়োগ (Investment) করা অর্থ কত দিনে দ্বিগুণ হতে পারে সেই হিসাব কি আপনার জানা আছে? অনেকেই বলতে পারেন তেমনভাবে হিসাব দেওয়াটা সম্ভব নয়। তবে সেক্ষেত্রে আপনার সহায়ক হতে পারে ‘রুল অফ ৭২’। এই ফর্মুলা প্রয়োগ করে বিনিয়োগকারীরা কষে ফেলতে পারেন যে তাদের বিনিয়োগ (Investment) করা টাকা কত দিনে দ্বিগুণ হতে পারে।
বিনিয়োগের (Investment) রুল অফ ৭২ :
বার্ষিক সুদকে এই ফর্মুলায় ফেলে ৭২ দিয়ে ভাগ করা হয়। একটা উদাহরণ দিলে আপনারা ব্যাপারটি আরও ভালো করে বুঝবেন। ধরা যাক একজন ব্যক্তি বিনিয়োগ করেছেন ফিক্সড ডিপোজিটে। সেখান থেকে তিনি বার্ষিক ৭ শতাংশ হারে সুদ পাচ্ছেন। এই সুদের পরিমাণ অর্থাৎ সাত শতাংশকে ভাগ করতে হবে ৭২ দিয়ে। ৭২ কে ৭ দিয়ে ভাগ করলে ফল দাঁড়াবে ১০.২৮। অর্থাৎ বিনিয়োগকারীর টাকা ৭ শতাংশ বার্ষিক সুদের হারে ১০.২৮ বছরে দ্বিগুণ হবে।
আরোও পড়ুন : এবার বিদেশের মাটিতে দাঁড়িয়ে সৌজন্যতার পাঠ পড়ালেন অরিজিৎ সিং! তাজ্জব গোটা দুনিয়া
ত্রৈমাসিক এবং অর্ধবার্ষিক সুদের ক্ষেত্রেও এই ফর্মুলা আপনারা প্রয়োগ করতে পারেন। বিনিয়োগকারীরা এই ফর্মুলা ব্যবহার করে জেনে নিতে পারবেন কত ত্রৈমাসিক এবং অর্ধবার্ষিকে তাদের বিনিয়োগের টাকা ডবল হবে। ধরা যাক এক বিনিয়োগকারী কোনও বন্ডে বিনিয়োগ (Investment) করেছেন এবং তিনি ৩% হারে ত্রৈমাসিক সুদ লাভ করছেন। সেক্ষেত্রে ৭২ কে ভাগ করতে হবে ৩ দিয়ে। ৭২ কে ৩ দিয়ে ভাগ করলে ভাগফল হবে ২৪। অর্থাৎ ওই বিনিয়োগকারীর টাকা ২৪ ত্রৈমাসিকে ডবল হবে।
এবার ধরে নিন কোনও বিনিয়োগকারী মিউচুয়াল ফান্ডে (Mutual Fund) পাঁচ হাজার টাকার মাসিক এসআইপি (SIP) করেছেন। ১২ শতাংশ হারে রিটার্ন ধরলে ‘রুল অফ ৭২’ অনুযায়ী, ওই বিনিয়োগকারী পাঁচ বছরের মধ্যে ৫.১৬ লক্ষ টাকার তহবিল তৈরি করে ফেলতে পারবেন কমপাউন্ডিংয়ের কারণে। তবে বিনিয়োগকারী লাম্পসাম বিনিয়োগ করলে ছয় বছর সময় লাগবে টাকা দ্বিগুণ হতে।