১০ বছরেই হয়ে যান লাখ লাখ টাকার মালিক! এভাবে SIP-তে বিনিয়োগ করলে কপাল খুলবে আপনারও

বাংলাহান্ট ডেস্ক : আমাদের সকলেরই উচিত ভবিষ্যতের জন্য টাকা সঞ্চয় করা। টাকা কীভাবে সঞ্চয় করা যায় তা নিয়ে বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের মত রয়েছে। বর্তমানে বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় সঞ্চিত অর্থের ওপর লোভনীয় সুদ প্রদান করে একাধিক সংস্থা। কোথাও বিনিয়োগ করার আগে আমাদের অবশ্যই জেনে নেওয়া উচিত সেগুলি কতটা সুরক্ষিত।

তবে অধিক পরিমাণ লাভের জন্য আমাদের সব সময় সুরক্ষিত দীর্ঘমেয়াদি প্ল্যানে বিনিয়োগ করা উচিত। মুদ্রাস্ফীতির কথা মাথায় রেখে লং টার্ম স্কিমে বিনিয়োগ করলে বিনিয়োগকারী নিশ্চিত মুনাফা লাভ করেন। এরকমই একটি বিনিয়োগ পন্থা হচ্ছে SIP (Systematic Investment Plan)। ম্যাচুরিটি শেষে ৩০ লক্ষ টাকা পর্যন্ত রিটার্নের ক্ষেত্রে কত পরিমাণ টাকা কীভাবে আপনার বিনিয়োগ করা উচিত সেই বিষয়ে আমরা আজ আলোচনা করব।

১২৭৫৯ টাকা SIP করতে হবে মেয়াদ শেষে ৩০ লক্ষ টাকা হাতে পাওয়ার জন্য। ১২ শতাংশ রিটার্ন ধরে নেওয়া যায় ১০ বছর বিনিয়োগের ক্ষেত্রে। সোজা কথায় বলতে গেলে বিনিয়োগকারী ১০ বছরের জন্য মোট ১৫ লক্ষ টাকার বিনিয়োগ করলে ম্যাচুরিটি শেষে পাবেন ৩০ লক্ষ টাকা। বিনিয়োগ ও প্রাপ্ত সুদ সেক্ষেত্রে সমানুপাতিক হবে।

২৫ বছর বয়সের কোনও ব্যক্তি যদি দশ কোটি টাকার রিটার্ন চান তাহলে তাকে মাসে ১৫০০০ টাকার এসআইপি করতে হবে। সেক্ষেত্রে ৩৫ বছর পর বার্ষিক ১২ শতাংশ হারে রিটার্ন পাওয়া যাবে।
একইভাবে ৩০ বছর বয়সী ব্যক্তি ১২ শতাংশ বার্ষিক রিটার্ন এ মাসিক ২৮০০০ টাকার এসআইপি করলে মেয়াদ শেষে পাবেন ১০ কোটি টাকা।

digital rupee

SIP অন্যান্য বাজার চলতি শেয়ারের থেকে অনেকটাই সুরক্ষিত। মাসিক নির্দিষ্ট পরিমাণ টাকা দিলে আপনি আপনার শেষ জীবনে মোটা অংকের টাকা মুনাফা হিসেবে লাভ করবেন। ব্যাংকের ফিক্সড ডিপোজিট বা রেকারিং ডিপোজিটের সুদের হার বার্ষিক ৮% এর মধ্যে সীমাবদ্ধ। কিন্তু এসআইপির ক্ষেত্রে বার্ষিক ১২ শতাংশ পর্যন্তও রিটার্ন পাওয়া যায়।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর