শেয়ার বাজারে বিরাট চমক! কপাল খুলল বিনিয়োগকারীদের, হল ২.৩ লক্ষ কোটির লাভ

বাংলা হান্ট ডেস্ক: আমেরিকায় সুদের হার কমানোর ইঙ্গিতের পরে, সোমবার শেয়ার বাজারে (Share Market) অভূতপূর্ব বৃদ্ধি পরিলক্ষিত হয়েছে। সোমবার, সেনসেক্স ৬১২ পয়েন্ট বৃদ্ধির সাথে বন্ধ হয়েছে। যেখানে নিফটি ১৮৭ পয়েন্ট লাফিয়ে ২৫,০০০-এর স্তরের ওপরে বন্ধ হয়েছে। আজকের ট্রেডিংয়ে ব্যাঙ্কিং এবং IT স্টকগুলি বাজারকে ওপরের দিকে টেনেছে। যার ওপর ভর করে, বিনিয়োগকারীরা আজ ২.৩১ লক্ষ কোটি টাকা লাভ করেছেন।

শেয়ার বাজারে (Share Market) কপাল খুলল বিনিয়োগকারীদের:

মার্কেট ক্যাপ বেড়েছে ২.৩১ লক্ষ কোটি টাকা: মূলত, বাজারে বৃদ্ধির পরে, বম্বে স্টক এক্সচেঞ্জে (Share Market) তালিকাভুক্ত সংস্থাগুলির মার্কেট ক্যাপ সম্মিলিতভাবে ২.৩১ লক্ষ কোটি টাকা বেড়ে ৪৬২.২৭ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে। HDFC ব্যাঙ্ক থেকে শুরু করে, রিলায়েন্স, ICICI ব্যাঙ্ক, NTPC, HCL টেক, ইনফোসিস এবং TCS-এর শেয়ার সেনসেক্সকে ওপরের দিকে টেনেছে। অন্যদিকে, আদানি পোর্টস, মারুতি, কোটাক ব্যাঙ্ক এবং নেসলে ইন্ডিয়ায় নেতিবাচক প্রভাব পরিলক্ষিত হয়েছে।

Investors benefited in the share market.

IT সেক্টরে ঊর্ধ্বগতি: জানিয়ে রাখি যে, IT সংস্থাগুলির আয়ের একটি বড় অংশ আমেরিকা থেকেও আসে। যার কারণে এটি ১.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। HCL টেকের শেয়ার (Share Market) ৪.২ শতাংশ বেড়েছে এবং নিফটি ৫০-তে শীর্ষ গেইনার ছিল। এদিকে, টেক মাহিন্দ্রা এবং পারসিস্টেন্ট সিস্টেম প্রতিটি প্রায় ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

আরও পড়ুন: ভেতরে ভেতরে বিরাট প্ল্যান! এবার ব্রহ্মাস্ত্র প্রয়োগ করবেন মুকেশ আম্বানি, নড়ে যাবে Apple-এর সাম্রাজ্য

উল্লেখ্য যে, মেন্টাল ইনডেক্স ২.১৬ শতাংশ বৃদ্ধির সাথে শীর্ষ সেক্টরাল ইনডেক্সে শীর্ষে ছিল। যেটিতে ফেডের সুদের হার কমানোর প্রত্যাশা এবং মার্কিন ডলারে দুর্বলতার সাহায্য পরিলক্ষিত হয়েছে। সূচকের প্রধান লাভকারীদের মধ্যে রয়েছে ন্যাশনাল অ্যালুমিনিয়াম, সেল এবং হিন্ডালকো। এদিকে, ছোট এবং মাঝারি আকারের শেয়ারে (Share Market) যথাক্রমে ০.৩ শতাংশ এবং ০.৬ শতাংশ বৃদ্ধি ঘটেছে।

আরও পড়ুন: ক্রমশ “অবনতি” হচ্ছে সম্পর্কে? ভারতে কর্মরত ২ কূটনীতিককে বরখাস্ত করল বাংলাদেশ

Paytm এবং Zydus-এর শেয়ারে পতন: জানিয়ে রাখি যে, SEBI Paytm-এর প্রতিষ্ঠাতা বিজয় শেখর শর্মা এবং বোর্ড সদস্যদের উদ্দেশ্যে ২০২১-এর IPO-র প্রসঙ্গে একটি নোটিশ জারি করেছে। যার ফলে সোমবার Paytm-এর শেয়ারে ৪.৪ শতাংশ পতন পরিলক্ষিত হয়েছে। এদিকে, ওষুধ প্রস্তুতকারী Zydus Lifesciences-এর শেয়ারে (Share Market) ৬ শতাংশের পতন ঘটেছে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর