বাংলা হান্ট ডেস্ক: প্রায় দেড় মাস আগে শুরু হওয়া শেয়ার বাজারে (Share Market) ধ্বংসযজ্ঞের থামার কোনও লক্ষণই দেখা যাচ্ছে না। সেই রেশ বজায় রেখেই আজ আবারও ভয়াবহ পতন রেকর্ড করা হয়েছে ভারতীয় শেয়ার বাজারে। বুধবার, BSE সেনসেক্স 984.23 পয়েন্টের পতনের সাথে 77,690.95 পয়েন্টে বন্ধ হয়েছে। একইভাবে NSE এর নিফটি 50 সূচকও 324.40 পয়েন্টের পতনের সাথে 23,559.05 পয়েন্টে বন্ধ হয়েছে। জানিয়ে রাখি যে, গত মঙ্গলবার সেনসেক্সে 820.97 পয়েন্ট এবং নিফটি 50-তে 257.85 পয়েন্টের পতন রেকর্ড করা হয়েছিল।
শেয়ার বাজারে (Share Market) ক্ষতি বিনিয়োগকারীদের:
রক্তাক্ত হয়েছে সেনসেক্স চার্ট: সপ্তাহের তৃতীয় দিনে, 30 টি সেনসেক্স কোম্পানির মধ্যে 26 টির শেয়ার (Share Market) লোকসানের সাথে লাল রঙে বন্ধ হয়েছে এবং মাত্র 4 টি কোম্পানির শেয়ার লাভের সাথে সবুজে বন্ধ হয়েছে। অন্যদিকে, নিফটি 50-এর 50 টি কোম্পানির মধ্যে 44 টির শেয়ারও পতনের সাথে লাল রঙে বন্ধ হয়েছে এবং শুধুমাত্র 6 টি কোম্পানির শেয়ার সবুজে বন্ধ হয়েছে। এর সহজ অর্থ হল আজ আবারও বেশিরভাগ কোম্পানির শেয়ারে ব্যাপক বিক্রি হয়েছে।
মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার শেয়ারে বড় পতন: সেনসেক্সের কোম্পানিগুলির মধ্যে, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার শেয়ার (Share Market) আজ 3.23 শতাংশের সবচেয়ে বড় পতন রেকর্ড করেছে। এর পাশাপাশি টাটা স্টিলের শেয়ার 3.02 শতাংশ, আদানি পোর্টসের শেয়ার 2.82 শতাংশ, JSW স্টিলের শেয়ার 2.18 শতাংশ, IndusInd ব্যাঙ্কের শেয়ার 1.89 শতাংশ, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ার 1.73 শতাংশ ও HDFC ব্যাঙ্কের শেয়ারে 1.67 শতাংশের পতন ঘটেছে।
আরও পড়ুন: “গৌতম একজন খিটখিটে…..”, গম্ভীরকে ধুয়ে দিলেন পন্টিং, পার্থ টেস্টের আগে “উত্তপ্ত” হচ্ছে পরিস্থিতি
এছাড়াও, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের শেয়ার (Share Market) 1.67 শতাংশ, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শেয়ার 1.63 শতাংশ, বাজাজ ফিনসার্ভের শেয়ার 1.58 শতাংশ, অ্যাক্সিস ব্যাঙ্কের শেয়ার 1.35 শতাংশ, লারসেন অ্যান্ড টুব্রোর শেয়ার 1.27 শতাংশ, পাওয়ারগ্রিডের শেয়ার 1.18 শতাংশ, সান ফার্মার শেয়ার1.16 শতাংশ ও TCS-এর শেয়ার 1.13 শতাংশ কমেছে।
এই ৪ টি কোম্পানির শেয়ারে বৃদ্ধি: এগুলি ছাড়াও ICICI ব্যাঙ্ক, নেসলে ইন্ডিয়া, টেক মাহিন্দ্রা, আল্ট্রাটেক সিমেন্ট, বাজাজ ফাইন্যান্স, মারুতি সুজুকি, টাইটান, HCL টেক, ভারতী এয়ারটেল, ITC এবং হিন্দুস্তান ইউনিলিভারের শেয়ারে (Share Market) পতন ঘটেছে। তবে, টাটা মোটরসের শেয়ার 0.29 শতাংশ, NTPC-র শেয়ার 0.21 শতাংশ, এশিয়ান পেইন্টসের শেয়ার 0.16 শতাংশ এবং ইনফোসিসের শেয়ার 0.01 শতাংশ বেড়েছে।