ফিউচার-অপশনে বিনিয়োগেই ঘটছে সর্বনাশ! মাত্র ৩ বছরে হল ১.৮১ লক্ষ কোটির লোকসান

বাংলা হান্ট ডেস্ক: সময়ের সাথে পাল্লা দিয়ে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে শেয়ার বাজারে (Share Market) বিনিয়োগকারীদের সংখ্যা। তবে, এই বিনিয়োগের ক্ষেত্রে সবসময় থেকে যায় ঝুঁকির একটা আশঙ্কা। ঠিক এই আবহেই এবার একটি অত্যন্ত চাঞ্চল্যকর আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ভারতে শেয়ার বাজারে ডেরিভেটিভ সেগমেন্ট ফিউচারস এবং অপশনসে বিনিয়োগ করে ক্ষতির মুখে পড়ছেন বিপুল সংখ্যক মানুষ। যে সংখ্যাটা পৌঁছে গিয়েছে ১.১৩ কোটিতে।

বাজারে (Share Market) বিপুল ক্ষতির সম্মুখীন বিনিয়োগকারীরা:

SEBI-র কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী গত তিন বছরের পরিসংখ্যান অনুসারে এই ট্রেডাররা মোট ১.৮১ লক্ষ কোটি টাকার লোকসান করেছেন। এদিকে, শুধুমাত্র ২০২৩-২৪ অর্থবর্ষেই ফিউচার ট্রেডিংয়ে বিনিয়োগকারীরা ক্ষতির সম্মুখীন হয়েছেন ৭৫ হাজার কোটি টাকার। সম্প্রতি এই বিষয়ে SEBI একটি রিপোর্ট সামনে এনেছে। যেখানে ডেরিভেটিভ সেগমেন্টে বিনিয়োগকারীদের লাভ এবং ক্ষতির বিষয়টি উপস্থাপিত করা হয়েছে।

   

Investors facing losses in share market.

বিপুল ক্ষতির সম্মুখীন বিনিয়োগকারীরা: রিপোর্ট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০২১ থেকে শুরু করে ২০২৪-এর অর্থবর্ষ পর্যন্ত ইকুইটির ডেরিভেটিভ সেগমেন্টে ট্রেডিংয়ের মাধ্যমে ১.১৩ কোটি ইনডিভিজুয়াল ট্রেডার মোট ১.৮১ লক্ষ কোটি টাকা হারিয়েছেন। এদিকে, এই ক্ষতির মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে ট্রানজাকশন কস্ট।

আরও পড়ুন: বিদেশেও নেই শান্তি! হিন্দুদের ওপর অত্যাচারের বিরুদ্ধে হল প্রতিবাদ, নিউইয়র্কে ইউনূস শুনলেন “গো ব্যাক” স্লোগান

কতজন করেছেন লাভ: SEBI-র তরফে প্রকাশ করা রিপোর্ট অনুযায়ী, শেয়ার বাজারে (Share Market) বিগত ৩ বছরে মাত্র ৭.২ শতাংশ বিনিয়োগকারী ফিউচারস ও অপশনে ট্রেডিং করার মাধ্যমে মুনাফা পেয়েছেন। যাঁদের মধ্যে মাত্র ১ শতাংশ বিনিয়োগকারী ১ লক্ষ অথবা তারও বেশি টাকা লাভ করতে পেরেছেন।

আরও পড়ুন: দ্বিতীয় টেস্টে পাল্টে যাচ্ছে পিচ! ভারতীয় দলের ক্ষমতা বাড়াতে এন্ট্রি নেবেন এই তারকা প্লেয়ার

বিনিয়োগকারীদের গড় লোকসানের পরিমাণ ১.২০ লক্ষ টাকা: SEBI জানিয়েছে যে, পরিসংখ্যান অনুযায়ী ইন্ডিভিজুয়াল ট্রেডারদের ৯১.১ শতাংশ অর্থাৎ ৭৩ লক্ষ ট্রেডার ফিউচারস ও অপশনে ট্রেডিং করার সময় ক্ষতির সম্মুখীন হয়েছেন। আমরা যদি বিনিয়োগকারী পিছু ক্ষতির পরিমাণ দেখি সেক্ষেত্রে তা পৌঁছে গিয়েছে গড়ে ১.২০ লক্ষ টাকায়। এদিকে, প্রায় ৪ লক্ষ এমন ট্রেডারও রয়েছেন যাঁদের ক্ষতির পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে ২৮ লক্ষ টাকা পর্যন্ত।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর