সরকারের একটি সিদ্ধান্তেই মালামাল বিনিয়োগকারীরা! এই সেক্টরে লাফিয়ে বাড়ছে শেয়ারের দাম

বাংলা হান্ট ডেস্ক: সোমবার শেয়ার বাজারে (Share Market) চাল-সম্পর্কিত কোম্পানিগুলির শেয়ার দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করেছে। মূলত, সরকার বাসমতি চাল রপ্তানির ন্যূনতম রপ্তানি মূল্যসীমা তুলে নেওয়ার ঘোষণার পর সোমবার শেয়ার বাজারে চাল সম্পর্কিত কোম্পানিগুলির শেয়ারে ব্যাপক বৃদ্ধি পরিলক্ষিত হয়েছে। শুধু তাই নয়, সোমবার কোহিনূর ফুডসের শেয়ার ২০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পায়।

শেয়ার বাজারে (Share Market) লাভবান হলেন বিনিয়োগকারীরা:

উল্লেখ্য যে, গত শুক্রবার সরকার জানিয়েছিল যে বাসমতি চালের ওপর টন প্রতি ন্যূনতম ৯৫০ ডলার রপ্তানি মূল্য সরিয়ে ফেলা হয়েছে। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন যে এই পদক্ষেপটি রপ্তানি বাড়াবে এবং কৃষকদের আয় বাড়াতে সহায়তা করবে। টন প্রতি ন্যূনতম রপ্তানি মূল্য ৯৫০ ডলারের অর্থ হল এর চেয়ে কম দামে চাল রপ্তানি করা যাবে না।

Investors got profit in the share market.

চাল সংক্রান্ত অন্যান্য কোম্পানির শেয়ারেও বিশাল বৃদ্ধি: ইতিমধ্যেই আমরা জানিয়েছি যে, কোহিনূর ফুডসের শেয়ারের (Share Market) দাম সোমবার ২০ শতাংশ বেড়েছে। এর পাশাপাশি, এলটি ফুডসের ৯.৭২ শতাংশ, কেআরবিএলের ৭.৬৭ শতাংশ এবং চমন লাল সেটিয়া এক্সপোর্টের শেয়ার ৫.৯২ শতাংশ বৃদ্ধি ঘটেছে।

আরও পড়ুন: দলীপ ট্রফিতে দুর্ধর্ষ সেঞ্চুরি ঈশানের! সমালোচকদের উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় দিলেন কড়া জবাব

সরকারের একটি সিদ্ধান্তেই রকেট হল শেয়ার: জানিয়ে রাখি যে, ন্যূনতম রপ্তানি মূল্যসীমা তুলে নেওয়ায় বাসমতি চালের চাহিদা বেড়েছে। এর প্রভাবে বাসমতি চালের দাম স্থিতিশীল হতে পারে। এদিকে, সরকারি নির্দেশে চালের দাম কমেছে। তবে, এহেন পদক্ষেপটি এই সংস্থাগুলির জন্য একটি ইতিবাচক প্রভাব ফেলতে পারে। কারণ সংস্থাগুলি জানিয়েছিল যে, বাসমতি চালের রপ্তানি মূল্য ইতিমধ্যেই ন্যূনতম রপ্তানি মূল্যের চেয়ে বেশি। এমন পরিস্থিতিতে বাসমতি চালে MEP-র তেমন প্রভাব পড়েনি।

আরও পড়ুন: আর নয় LSG! IPL-এ এবার কোন দলে যোগ দেবেন রাহুল? নিজেই দিলেন বড় প্রতিক্রিয়া

বাজাজ হাউজিং ফাইন্যান্সের ধামাকাদার সূচনা: জানিয়ে রাখি যে,বাজাজ হাউজিং ফাইন্যান্স লিমিটেডের শেয়ার (Share Market) সোমবার বাজারে একটি শক্তিশালী আত্মপ্রকাশ করেছে। এই কোম্পানির শেয়ার ৭০ টাকার IPO মূল্যের তুলনায় ১১৪.২৮ শতাংশের বিশাল প্রিমিয়ামের সাথে লিস্টেড হয়। বাজাজ হাউজিং ফাইন্যান্সের শেয়ার বিএসই এবং এনএসইতে ১৫০ টাকা মূল্যে লিস্টেড হয়েছে। যা IPO মূল্যের চেয়ে ১১৪.২৮ শতাংশ বেশি।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর