বাংলা হান্ট ডেস্ক: বেশ কিছুদিন ধরেই শেয়ার বাজার (Share Market) বেশ চাঙ্গা হয়ে রয়েছে। এমনকি, গত সপ্তাহেই BSE-তে তালিকাভুক্ত শীর্ষ-১০ কোম্পানির মধ্যে ৮ টির মার্কেট ক্যাপিটালাইজেশনে (Market Cap) ১.১৫ লক্ষ কোটি টাকার বৃদ্ধি দেখা গেছে। এগুলির মধ্যে সবচেয়ে বেশি লাভবান হয়েছেন মুকেশ আম্বানির (Mukesh Ambani) নেতৃত্বাধীন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (Reliance Industries Limited, RIL) বিনিয়োগকারীরা। মাত্র এক সপ্তাহের ব্যবধানেই বিনিয়োগকারীদের সম্পদ বেড়েছে কয়েক কোটি টাকা।
শীর্ষ ১০-এর মধ্যে ৮ টির মার্কেট ক্যাপ বৃদ্ধি পেয়েছে: এই প্রসঙ্গে পিটিআই সূত্রে জানা গিয়েছে যে, গত সপ্তাহে সেনসেক্সের শীর্ষ-১০ কোম্পানির মধ্যে ৮ টির মার্কেট ক্যাপ ১,১৫,৮৩৭ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে। এদের মধ্যে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড (RIL) আয়ের দিক থেকে শীর্ষে রয়েছে। পাশাপাশি, HUL এবং TCS-ও তাদের বিনিয়োগকারীদের জন্য প্রচুর লাভ এনে দিয়েছে। এদিকে, তালিকায় অন্তর্ভুক্ত শীর্ষ ১০ টি কোম্পানির মধ্যে শুধুমাত্র HDFC ব্যাঙ্ক এবং HDFC Limited-র মার্কেট ক্যাপ হ্রাস পেয়েছে বলেও জানা গিয়েছে।
সবচেয়ে মূল্যবান ফার্ম হল Reliance: স্টক মার্কেটের এই উর্ধ্বগতির আবহে বম্বে স্টক এক্সচেঞ্জের (BSE) ৩০-শেয়ারের সেনসেক্স ৫৭৪.৮৬ পয়েন্ট বা ০.৯২ শতাংশ বেড়েছে। এদিকে, গত সপ্তাহে, বুধবার সেনসেক্স সূচক প্রথমবারের মতো ৬৩,০০০-এর স্তর অতিক্রম করে একটি রেকর্ডও তৈরি করেছিল। এমতাবস্থায়, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ বাজার মূল্য অনুসারে শীর্ষ-১০ কোম্পানির তালিকায় প্রথম অবস্থান ধরে রেখেছে। যেখানে, এটির পরে TCS, HDFC Bank, Infosys, ICICI Bank, Hindustan Unilever, SBI, HDFC, ভারতী এয়ারটেল এবং আদানি এন্টারপ্রাইজেস র্যাঙ্কিংয়ে ছিল।
রিলায়েন্স-TCS বিনিয়োগকারীদের বিরাট লাভ: মুকেশ আম্বানির রিলায়েন্স এক সপ্তাহে তার বিনিয়োগকারীদের কাছে ৭১,০০০ কোটি টাকারও বেশি লাভ তুলে দিয়েছে। শুধু তাই নয়, ইতিমধ্যেই রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মার্কেট ক্যাপিটালাইজেশন ৭১৪৬২.২৮ কোটি টাকা বেড়ে ১৮,৪৪১.৬২ কোটি টাকায় পৌঁছেছে। এদিকে, হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেডও (HUL) তার বিনিয়োগকারীদের সুবিধা দেওয়ার ক্ষেত্রে এগিয়ে রয়েছে। এটির মার্কেট ক্যাপ ১৮৪৯১.২৮ কোটি টাকা বেড়ে ৬,১৪,৪৮৮.৬০ কোটি টাকায় পৌঁছে গিয়েছে। এছাড়াও টাটা কনসালটেন্সি সার্ভিসেস (TCS)-এর মার্কেট ক্যাপ বেড়ে ১২,৫৮,৫৩৯.২৪ কোটি টাকায় দাঁড়িয়েছে এবং এর শেয়ার হোল্ডাররা ১৮,৪৪১.৬২ কোটি টাকা আয় করেছেন।
Infosys ছাড়াও এইসব কোম্পানি লাভবান হয়েছে: আইটি জায়ান্ট Infosys-ও বিনিয়োগকারীদের উপকৃত করেছে। এই কোম্পানির মার্কেট ক্যাপ ৩,৩০৫.৬ কোটি টাকা বেড়ে ৬,৮৯,৫১৫.০৯ কোটি টাকা হয়েছে। এদিকে, আদানি এন্টারপ্রাইজেসের বাজার মূল্য ২০৬৩.৪ কোটি টাকা বেড়ে ৪,৪৭,০৪৫.৭৪ কোটি টাকা হয়েছে। পাশাপাশি, ভারতী এয়ারটেলের মার্কেট ক্যাপ ১,১৪০.৪৬ কোটি টাকা বেড়ে ৪,৭২,২৩৪.৯২ কোটি টাকায় পৌঁছে গিয়েছে। এছাড়াও, ICICI ব্যাঙ্কের বাজার মূল্য ৮৪৫.২১ কোটি টাকা বেড়ে ৬,৪৯,২০৭.৪৬ কোটি টাকায় পৌঁছেছে।
লাভ হয়েছে SBI-এর, ক্ষতির মুখে HDFC: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, গত সপ্তাহে দেশের বৃহত্তম ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)-এর বাজার মূল্য ৮৯.২৫ কোটি টাকা বেড়ে ৫,৪২,২১৪.৭৯ কোটি টাকা হয়েছে। যদিও এই সময়ে HDFC ব্যাঙ্কের বিনিয়োগকারীরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। জানা গিয়েছে, ওই ব্যাঙ্কের মার্কেট ক্যাপ ৫,৪১৭.৫৫ কোটি টাকা কমে ৮,৯৬,১০৬.৩৮ কোটি টাকা হয়েছে। অন্যদিকে, HDFC Limited-এর মার্কেট ক্যাপ ২,২৮২.৪১ কোটি টাকা হ্রাস পেয়ে ৪,৮৫,৬২৬.২২ কোটি টাকায় নেমে এসেছে।