বাংলা হান্ট নিউজ ডেস্কঃ বেশ কয়েকদিন আগে থেকেই এই ঘটনার আঁচ পাওয়া যাচ্ছিল, ১৬ই অক্টোবর সেই সম্ভাবনার ওপর সিলমোহর লেগে গেল। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (IOC) মুম্বাইতে (Mumbai) নিজেদের অধিবেশনে ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে (2028 Los Angeles Olympics) ক্রিকেটের (Cricket) অন্তর্ভুক্তির ব্যাপারে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিয়েছে। সোমবার অনুষ্ঠিত একটি সংবাদ সম্মেলনে, তারা লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে টি টোয়েন্টি ফরম্যাটের ক্রিকেট, বেসবল/সফটবল, ফ্ল্যাগ ফুটবল, ল্যাক্রোস এবং স্কোয়াশের নতুন খেলা হিসেবে অন্তর্ভুক্তিকরণের আনুষ্ঠানিক ঘোষণা করেছে।
এর আগে অলিম্পিকের ইতিহাসের ক্রিকেট খেলাটি অন্তর্ভুক্ত হয়েছিল কেবলমাত্র একটি সংস্করণে। ১৯০০ সালে শেষবার ক্রিকেটকে দেখা গিয়েছিল এই মঞ্চে। কিন্তু সেই বার কেবল মাত্র দুটি দেশ ওই ইভেন্টে অংশগ্রহণ করেছিল। সেবারের অলিম্পিকের আয়োজক ফ্রান্স এবং তাছাড়া গ্রেট ব্রিটেন এবারের ইভেন্টে অংশগ্রহণ করে। তিন দিনের খেলায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ফ্রান্স ড্র করার সুবর্ণ সুযোগ হারায় এবং চতুর্থ ইনিংস শেষে ইংল্যান্ড ১৫৮ রানের ব্যবধানে জিতে স্বর্ণপদক লাভ করে। এর আগে ১৯৮৬-র অ্যাথেন্স অলিম্পিক এবং ১৯০৪ সালের অলিম্পিকেও অস্ট্রেলিয়া সংযুক্তিকরণের পরিকল্পনা হয়েছিল কিন্তু সেই দুই ক্ষেত্রে সেই পরিকল্পনা ভেস্তে গিয়েছিল।
এই মুহূর্তে ভারতীয় দলের সবচেয়ে সিনিয়র দুই ক্রিকেটার রোহিত শর্মা এবং বিরাট কোহলি নিজেদেরকে কেরিয়ারের শেষপ্রান্তে দিকে। রোহিত শর্মার পক্ষে হয়তো কোনোভাবেই ২০২৮ সালে আয়োজিত অলিম্পিকে অংশ নেওয়া সম্ভব হবে না। কিন্তু ওই বছর ৩৯ এ পা দিতে চলা বিরাট কোহলি ভারতের সবচেয়ে ফিট ক্রীড়াবিদদের মধ্যে একজন। তিনি চাইলেই ওই বয়স অবধি নিজেকে অলিম্পিকে খেলার জন্য যোগ্য অবস্থায় রাখতে পারেন। গলায় সোনার মেডেল নিয়ে, ভেজা ভেজা চোখে, ভারতের জাতীয় পতাকার পানের চেয়ে ‘জন গণ মন’ গাইছেন কোহলি! দৃশ্যটা কল্পনা করে আপনার চোখের কোনটাও কি একটু ভিজে উঠছে না?
তবে ক্রিকেটের অন্তর্ভুক্তিকরণের পাশাপাশি গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতবাসীকে আরেকটি সুখবর জানিয়েছেন অলিম্পিক সম্পর্কিত বিষয়ে। মোদী শনিবার নিশ্চিত করেছেন যে ভারত ২০৩৬ সালের অলিম্পিক আয়োজনের জন্য বিড করবে। মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড সেন্টারে ১৪১ তম আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) অধিবেশনের সময় তিনি এই ঘোষণা করেছিলেন।
আরও পড়ুন: দূর্গাপুজোর আগেই শতদ্রু দত্তের সাথে কলকাতায় রোনাল্ডিনহো! দেখা করবেন মুখ্যমন্ত্রী মমতার সাথেও
৪০ বছর বাদে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির দ্বিতীয়বারের জন্য ভারতের মাটিতে অধিবেশন আয়োজনের দিন মোদী নিজের বক্তব্য বলেছেন “২০৩৬ সালের অলিম্পিক আয়োজনের জন্য ভারত সবরকম প্রচেষ্টা করবে। ভারতের মাটিতে এত বড় ও জনপ্রিয় একটা ইভেন্ট আয়োজন হওয়াটা ১৪০ কোটি ভারতীয়দের স্বপ্ন। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সহায়তায় আমরা এই স্বপ্ন পূরণ করতে চাই। খেলাধুলা শুধুমাত্র পদক জয়ের জন্য নয়, এটি মন জিতে নেওয়ার জন্যও একটি সেরা উপায়। এমন ইভেন্ট শুধুমাত্র চ্যাম্পিয়নদের জন্ম দেয় না, শান্তির বার্তা প্রচারও করে।” সেই অলিম্পিকের আগে ২০২৯ সালের যুব অলিম্পিক আয়োজনের জন্য যে ভারত আগ্রহী সেটাও মোদী স্পষ্ট করে দিয়েছেন