বাংলাহান্ট ডেস্ক : বর্তমান প্রযুক্তির যুগে মোবাইল ছাড়া চলা এক মুহূর্ত সম্ভব না। একটা সময় ছিল যখন মোবাইল বলতে শুধুমাত্র কথা বলার যন্ত্রকেই বোঝানো হত। কিন্তু সময়ের সাথে যত টেকনোলজি পরিবর্তন হয়েছে, ততই উন্নত হয়েছে এই মোবাইল যন্ত্র। বর্তমানে একটি মোবাইলের মাধ্যমে আপনি পৃথিবীর সব কিছু কাজ ঘরে বসেই করতে পারেন।
ফোন করার পাশাপাশি ব্যাঙ্কের কাজ, কেনাকাটা থেকে শুরু করে পছন্দমত খাবার অর্ডার করা, সবকিছুই হয়ে যাচ্ছে এক তুরিতে। বর্তমানে দুই ধরনের প্রযুক্তির স্মার্টফোন ব্যবহার করা হয়। একটি হল android, অপরটি অ্যাপেল। সাধারণ মধ্যবিত্ত মানুষের জন্য অ্যান্ড্রয়েড ফোন সস্তায় বেশ ‘পুষ্টিকর।’ কিন্তু অ্যাপেল ফোন বেশ ব্যয়বহুল।
অ্যাপেল প্রতিষ্ঠাতা স্টিভ জবস অ্যাপেল ফোন বাজারে এনে এক নতুন যুগের সূচনা করেছিলেন। সেই অ্যাপেল ফোন ধীরে ধীরে টেক স্যাভি মানুষের কাছে স্বপ্নের ফোন হয়ে উঠতে থাকে। তবে অ্যাপেল ফোনের দাম চিরকালই বেশ বেশি। তাই অনেকের ইচ্ছা থাকলেও তারা অ্যাপেল ফোন কিনতে পারেন না।
কিন্তু এই মুহূর্তে বিখ্যাত অনলাইন শপিং সংস্থা ফ্লিপকার্ট দুর্দান্ত অফার নিয়ে এসেছে। এই অফারে মাত্র ১৫ হাজার ৪৯৯ টাকায় আপনারা কিনে ফেলতে পারবেন একটি নতুন iphone। বর্তমানে বাজারে আইফোনের লেটেস্ট ভার্সন আইফোন ফোরটিন বেশ খ্যাতি অর্জন করেছে। শীঘ্রই আইফোন ফিফটিন লঞ্চ হতে পারে।
এরই মধ্যে flipkart এ বেশ খানিকটা দাম কমে গেছে অ্যাপেল আইফোন ইলেভেনের। ১২৮ জিবি স্টোরেজের এই ফোনটির দাম ৪৮৯০০ টাকা। ৬% প্রাইমারি ডিসকাউন্ট এর পর এর দাম দাঁড়াচ্ছে ৪৫৪৯৯ টাকা। কিন্তু সব থেকে বড় অফারটি মিলবে পুরনো ফোন এক্সচেঞ্জ করলে।
নতুন আইফোন ইলেভেন কেনার সময় আপনি যদি আপনার পুরনো অ্যান্ড্রয়েড কিংবা আইফোন এক্সচেঞ্জ করেন তাহলে ৩০ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবেন। ফলে আপনার নতুন আইফোন ইলেভেনের ১২৮ জিবি স্টোরেজ মডেলটির দাম দাঁড়াবে ১৫৪৯৯ টাকা। তাহলে আর দেরি কীসের? শীঘ্রই ফ্লিপকার্ট এ গিয়ে কিনে ফেলুন আপনি স্বপ্নের iphone।
দলের মধ্যেই অভিষেককে কোণঠাসা করছেন কে? সামনে বিস্ফোরক অভিযোগ…