বাংলা হান্ট ডেস্কঃ মোবাইলপ্রেমীদের পছন্দের তালিকায় একদম প্রথম সারিতে থাকে iPhone। কোম্পানির প্রতিটি মডেলের ফোনই তুমুল জনপ্রিয় বিশ্বজুড়ে। ভারতেও ক্রমশ বেড়ে চলেছে আইফোনের চাহিদা। তাই, ভারতীয় আইফোনপ্রেমীদের জন্য বিরাট সুখবর আনতে চলেছে সংস্থাটি! দেশের মাটিতেই এবার তৈরি হতে চলেছে কোম্পানির একাধিক জনপ্রিয় স্মার্টফোন!
সূত্র অনুযায়ী জানা গিয়েছে যে, আগামী বছরের ফেব্রুয়ারি মাস থেকেই ভারতে পুরোদমে তৈরি হবে আইফোনের স্মার্টফোন। পাশাপাশি, iPhone 13 এবং iPhone 13 Mini তৈরি হবে চেন্নাইয়ের ফক্সকন প্ল্যান্টে। শুধু তাই নয়, ভারতের মাটিতে তৈরির সাথে সাথে উল্লেখযোগ্যভাবে দামও কমবে ডিভাইসগুলির। যার ফলে ব্যবহারকারীদের কাছে আরও সুলভ মূল্যে পৌঁছে যাবে iPhone। এমনকি, ভারতীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে iPhone রপ্তানিরও সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
ইতিমধ্যেই, ভারতে পরীক্ষামূলক ভাবে iPhone তৈরি হলেও আগামী বছরকে লক্ষ্য রেখেই ভারতে উৎপাদন শুরু করতে চাইছে Apple। ২০২২ সালের মধ্যে ভারতে বিক্রি হওয়া মোট স্মার্টফোনের ৭০ শতাংশ যাতে এদেশ থেকে তৈরি করা যায় সেই লক্ষ্যমাত্রাও নিয়ে রেখেছে সংস্থাটি। এবারে আসা যাক, নতুন তৈরি হওয়া iPhone গুলির দামের প্রসঙ্গে! ভারতে তৈরি হওয়ার ফলে অবিশ্বাস্য হারে দাম কমতে চলেছে আইফোনের। iPhone-এর সর্বশেষ জনপ্রিয় মডেল iPhone 13-এর দাম কমে হতে পারে প্রায় ৬৬ হাজার টাকা।
পাশাপাশি, iPhone 13 Mini-র দাম কমে দাঁড়াতে পারে ৬০ হাজার টাকার কাছাকাছি। এছাড়াও, অনলাইন বিপণন সংস্থা ফ্লিপকার্ট বা অ্যামাজনে চলা বিভিন্ন সময়ের অফারে এই দাম আরও কমতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞমহল। পাশাপাশি, ভারতে Apple-এর মতো টেক জায়েন্ট পুরোদমে উৎপাদন শুরু করলে তা প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে ভারতীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।