এত্ত সস্তা! জলের দরে বিকোচ্ছে iphone 15! জানতে হলে খুলতেই হবে Flipkart

বাংলাহান্ট ডেস্ক : ভারতে এখন সর্বনিম্ন মূল্যে বিক্রি হচ্ছে iphone 15। বড়দিনের আগে নিঃসন্দেহে আইফোনপ্রেমীদের খুশি করবে এই খবর। iphone 15 ১২৮জিবি ভার্সনটি বর্তমানে ফ্লিপকার্টে পাওয়া যাচ্ছে মাত্র ৫৮,৯৯৯ টাকায়। এই মডেলটির অফিসিয়াল দাম ৬৯,৯৯৯ টাকা। বর্তমানে ফ্লিপকার্টে iphone 15 মিলছে ১১ হাজার টাকা ডিসকাউন্টে।

Flipkart সস্তায় বিকোচ্ছে iphone 15

গোলাপি, হলুদ, সবুজ, নীল ও কালো- সবকটি ভেরিয়েন্টেই এই অফার প্রযোজ্য হবে বলে জানানো হয়েছে। এমনকি পুরনো ফোন এক্সচেঞ্জ করে নতুন কিনলে থাকছে আরো বেশি ছাড়। গত বছর অ্যাপেল সংস্থা বাজার নিয়ে আসে iphone 15। Iphone প্রেমীদের কাছে এখন পছন্দের মডেল হয়ে উঠেছে এটি।

The launch is the much awaited iPhone 15 series

৬.১-ইঞ্চি ডিসপ্লের আইফোন ১৫-এ রয়েছে ৪৮ মেগাপিক্সেলের মূল ক্যামেরা। দুর্দান্ত ছবি তুলতে অত্যন্ত সহায়ক হবে এই ক্যামেরা। এমনকি বিভিন্ন লাইটিং কন্ডিশনে পাওয়া যাবে আকর্ষণীয় ছবি। পাশাপাশি আইফোন ১৫-এর ব্যাটারি ব্যাকআপ বেশ শক্তিশালী। গড়ে ৯ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ থাকছে এই মডেলে।

আরোও পড়ুন : আর কত বছর ক্রিকেট খেলবেন বিরাট কোহলি? রাখঢাক না রেখে জানালেন কোচ, খুশি অনুরাগীরা

উচ্চ সক্ষমতার এ১৬ বায়োনিক প্রসেসরের আইফোন ১৫-কে করে তুলেছে আরও শক্তিশালী পারফরম্যান্সের (Performance) একটি ফোন। এছাড়াও এতে রয়েছে ইউনিভার্সাল টাইপ-সি চার্জিং পোর্ট। আইফোন ১৫-এর বেস মডেলটিতে অবশ্য পাওয়া যাবে না ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ প্ল্যাটফর্মের এআই ফিচার।

Flipkart

এই সুবিধাগুলির জন্য বেছে নিতে পারেন আইফোন ১৬ সিরিজ এবং আইফোন ১৫ সিরিজের প্রো ও প্রো ম্যাক্স মডেল। ফ্লিপকার্টে (Flipkart) এই অফার কতদিন অব্দি চলবে সেই ব্যাপারে অবশ্য কিছু জানা যায়নি। তবে যারা কেনার পরিকল্পনা করছেন তাদের বেশি দেরি করাটা ঠিক হবে না, নয়ত হাতছাড়া হতে পারে এই দারুন সুযোগ।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর