অপেক্ষার অবসান! এইদিন লঞ্চ হতে চলেছে iPhone 16 সিরিজ, থাকছে একাধিক চমক, জেনে নিন ফিচার্স

বাংলা হান্ট ডেস্ক: অবশেষে অপেক্ষার অবসান! এবার Apple শীঘ্রই গ্লোবাল মার্কেটে iPhone 16 সিরিজের মডেল লঞ্চ করবে। কোম্পানি এই সিরিজের ৪ টি মডেল নিয়ে আসবে। সেগুলি হল iPhone 16, iPhone 16 Plus, iPhone 16 Pro, এবং iPhone 16 Pro Max। এদিকে, Apple তার আসন্ন মডেলগুলি সম্পর্কে কোনও আপডেট এখনও সামনে না আনলেও ইতিমধ্যেই কিছু তথ্য জানা গিয়েছে। এই বছর, Apple-এর আসন্ন iPhone মডেলগুলির সবচেয়ে হাইলাইটেড ফিচার হবে Apple Intelligence। যেটি Artificial Intelligence-এর সাথে উপলব্ধ হবে। রিপোর্ট অনুযায়ী, আগামী 10 সেপ্টেম্বর লঞ্চ হতে চলেছে iPhone 16 সিরিজ।

iPhone 16 সিরিজের সম্ভাব্য দাম:

Apple Hub-এর মতে, iPhone 16-এর প্রারম্ভিক মূল্য হবে 799 ডলার (প্রায় 67,100 টাকা)। অপরদিকে, iPhone 16 Plus-এর প্রারম্ভিক মূল্য হবে 899 ডলার (প্রায় 75,500 টাকা)। এদিকে, iPhone 16 Pro-এর দাম 1,099 ডলার (প্রায় 92,300 টাকা) থেকে শুরু হবে। এই স্মার্টফোন 256 GB স্টোরেজ অপশনের সাথে বাজারে লঞ্চ করা হতে পারে। এই সিরিজের শীর্ষ ভেরিয়েন্ট iPhone 16 Pro Max-এর দাম 1,199 ডলার (প্রায় 1,00,700 টাকা) থেকে শুরু হতে পারে।

iPhone 16 series is going to be launched today.

iPhone 16 এবং iPhone 16 Plus-এর সম্ভাব্য ফিচার্স:
1. iPhone 16 এবং iPhone 16 Plus উভয় মডেলেই Apple-এর A18 চিপসেট থাকবে বলে জানা গেছে। রিপোর্ট অনুযায়ী, এই মডেলগুলিতে 8GB RAM দেওয়া হবে।
2. iPhone 16-এ 60Hz রিফ্রেশ রেট সহ একটি 6.1-ইঞ্চির ডিসপ্লে প্যানেল পাবে। Plus মডেলটিতে একটি 6.7-ইঞ্চির ডিসপ্লে থাকবে। ফ্রন্ট ডিজাইনের ক্ষেত্রে, দু’টিই হবে iPhone 15 এবং iPhone 15 Plus-এর মতো।
3. iPhone 16-এ একটি 3,561mAh ব্যাটারি থাকবে। যা iPhone 15 (3349mAh)-এর চেয়ে বেশি। অপরদিকে, iPhone 16 Plus-এ থাকবে 4006mAh ব্যাটারি থাকবে। যা iPhone 15 Plus (4383mAh)-এর থেকে সামান্য কম।

আরও পড়ুন: বারংবার চাপে ফেলছে হিন্ডেনবার্গ! অবশেষে ভোল পাল্টে যাচ্ছে আদানি গ্রুপের, নেওয়া হল বড় সিদ্ধান্ত

iPhone 16 Pro এবং 16 Pro Max-এর সম্ভাব্য ফিচার্স:
1. iPhone 16 Pro এবং iPhone 16 Pro Max-এর ডিসপ্লে সম্পর্কে জানাতে গেলে বলতে হয় ওই দুই ফোনে যথাক্রমে 6.3-ইঞ্চি এবং 6.9-ইঞ্চির ডিসপ্লে থাকবে। ডিসপ্লে সাইজ ছোট করা হয়েছে।
2. Apple-এর আপকামিং Pro মডেলের iPhones সম্পর্কে বলা হচ্ছে যে এতে কোম্পানির A18 Pro চিপসেট দেওয়া হবে। দু’টি মডেলই Apple Intelligence ফিচার সহ উপলব্ধ হবে।
3. iPhone 16 Pro-তে 3,355mAh-এর ব্যাটারি থাকবে এবং iPhone 16 Pro Max-এ 4,676mAh-এর ব্যাটারি উপলব্ধ হবে। iPhone 15 Pro এবং iPhone 15 Pro Max-এর ক্ষেত্রে যথাক্রমে 3290mAh এবং 4441mAh-এর ব্যাটারি থাকবে।

আরও পড়ুন: বাংলাদেশে ভয়াবহ বন্যার জন্য ভারত দায়ী নয়! বিবৃতি জারি করে স্পষ্ট জানাল বিদেশ মন্ত্রক

iPhone 16 সিরিজের ক্যামেরার ফিচার্স: জানিয়ে রাখি যে, iPhone 16 এবং iPhone 16 Plus মডেলে 48-মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা থাকবে। এদিকে, iPhone 16 Pro এবং iPhone 16 Pro Max উভয় ফোনই 5x অপটিক্যাল জুম সাপোর্ট করবে। রিপোর্ট অনুযায়ী, Pro মডেলে টেট্রাপ্রিজম পেরিস্কোপ লেন্স উপলব্ধ হবে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর