বাংলা হান্ট ডেস্ক: আপনি কি ফোন কেনার পরিকল্পনা করছেন? তাহলে অবশ্যই আপনার জন্য রইল এই বিশেষ আকর্ষণীয় অফার। আর এই অফার চলছে আইফোন (iPhone) ১৬ সিরিজের উপর। একেবারে আকর্ষণীয় দামে পাওয়া যাচ্ছে আইফোন। জানা যাচ্ছে, লঞ্চের সময় যে দাম ছিল তার তুলনায় কয়েক গুণ কম দামে পাওয়া যাচ্ছে আইফোন ১৬-র সিরিজ। তাই দেরি না করে এই অফার আপনিও লুটে নিতে পারেন। কতদিন থাকছে এই অফার? ঠিক কত ডিসকাউন্ট চলছে? সবই জানাব আজকের প্রতিবেদনে।
আইফোন (iPhone) ১৬ সিরিজের উপর চলছে অফার:
জানা গিয়েছে, অত্যন্ত আকর্ষণীয় দামে মিলছে এই লেটেস্ট আইফোনের (iPhone) সিরিজ। ২০২৪ সালের লঞ্চ হওয়ার পরও এত কম দামে পাওয়া যায়নি, আইফোন ১৬ সিরিজের ফোন। লঞ্চের সময় যা দাম ছিল তার তুলনায় ১০ হাজার টাকা করে কম দামে মিলছে। এছাড়াও বিশিষ্ট ব্যাঙ্কের কার্ড ব্যবহার করলে তো মিলবে অতিরিক্ত ডিসকাউন্ট। আসলে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এই অফার দিচ্ছে ফ্লিপকার্ট। আর এই অফার চলবে আগামী ১৯ জানুয়ারি অবধি। তাই বলা যায় হাতে আর মাত্র রয়েছে ৪ দিন। এই সুযোগ মিস করবেন না যেন।
আইফোন ১৬ সিরিজের দাম:
আইফোন ১৬: ২০২৪ সালে আইফোন (iPhone) ১৬ লঞ্চ হয়। সেইসময় ১২৮ জিবি স্টোরেজ প্রাপ্ত আইফোনের দাম ছিল ৭৯,৯০০ টাকা। ফ্লিপকার্টের সেলে পাওয়া যাচ্ছে ৬৯,৯৯৯ টাকা। এছাড়াও আপনি যদি HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে টাকা লেনদেন করেন, সেক্ষেত্রে পাবেন ১৫০০ টাকা ডিসকাউন্ট। ইউপিআই লেনদেন করলে ১০০০ টাকার ডিসকাউন্ট।
আইফোন ১৬ প্লাস: আপনার যদি আইফোন ১৬ প্লাস কেনার পরিকল্পনা থাকে এতেও চলছে ডিসকাউন্ট। ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজের এই আইফোন লঞ্চের সময় দাম ছিল ৮৯,৯০০ টাকা। ফ্লিপকার্টের ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে ৭৯,৯৯৯ টাকায়। এছাড়াও HDFC কিংবা ইউপিআই লেনদেন করলে পেতে পারেন ২০০০ টাকার ডিসকাউন্ট।
আরও পড়ুনঃ ফ্ল্যাটেই ঘাপটি মেরে ছিল বিপদ! সামনে এল সইফের হামলাকারীর পরিচয়
আইফোন ১৬ প্রো: এই মডেলেও রয়েছে দুর্দান্ত অফার। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আইফোন ১৬ প্রো-তে দেওয়া হচ্ছে ৭০০০ টাকার অফার। লঞ্চের সময় এই ফোনের দাম ছিল ১,২৯,৯০০ টাকা। অফারে সেই দাম এসে দাঁড়িয়েছে ১,২২,৯০০ টাকা। ব্যাঙ্ক এবং ইউপিআই লেনদেন করলে সেক্ষেত্রে দেওয়া হচ্ছে ২,০০০ টাকার অতিরিক্ত ডিসকাউন্ট।
আরও পড়ুনঃ নতুন মেগা আনল TRP টপার সিরিয়ালের প্রোডাকশন, প্রোমোতেই নজরকাড়া গল্প
আইফোন ১৬ প্রো ম্যাক্স: বলা যায়, আইফোন (iPhone) ১৬ প্রো ম্যাক্স এই সিরিজের মধ্যে সবচেয়ে বেশি দামি। লঞ্চের সময় এর দাম ছিল ১,৪৪,৯০০ টাকা। অফারে দাম এসে দাঁড়িয়েছে ১,৩৭,৯০০ টাকা। এখানেও HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ড কিংবা ইউপিআই লেনদেন করলে পাওয়া যাচ্ছে ২০০০ টাকার অতিরিক্ত ডিসকাউন্ট। আপনি যদি এই অফার মিস করতে না চান তাহলে আজই কিনে নিন।