বাংলা হান্ট ডেস্কঃ ইতিমধ্যেই বারোটি আইপিএল হয়ে গিয়েছে। এই বছর 13 তম আইপিএল এর আসর বসতে চলেছে সংযুক্ত আরব আমিরশাহী মাটিতে। তবে এখনো পর্যন্ত একবারও ট্রফি জয়ের স্বপ্ন পূরণ হয়নি বিরাট কোহলির নেতৃত্বাধীন রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর। প্রত্যেকবার তারকাদের নিয়ে দল সাজালেও এখনো আইপিএল ট্রফি জয়ের খরা কাটিয়ে উঠতে পারেনি বিরাট কোহলির দল।
2009, 2011 এবং 2016 এই তিনটি মরশুমে আইপিএলের ফাইনালে উঠেছিল বিরাট কোহলির দল কিন্তু আইপিএলের ট্রফির এত সামনে গিয়েও ট্রফি জেতা হয়ে ওঠেনি বিরাট কোহলিদের। তবে এবার আমিরশাহির মাটিতে 12 বছরের খরা কাটিয়ে আইপিএল ট্রফি জিততে মরিয়া বিরাট কোহলিরা। বিরাট কোহলির ছোটবেলার কোচ রাজকুমার শর্মা মনে করেন, এইবার সংযুক্ত আরব আমিরশাহীর মাটিতে ভাগ্য ফিরবে বিরাট কোহলির, এবার আইপিএল ট্রফি জিতবে বিরাট কোহলি রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
এক সাক্ষাৎকারে রাজকুমার শর্মা জানিয়েছেন, “এত বছর হয়ে গেলেও এখনও পর্যন্ত আইপিএল ট্রফি জয়ের স্বাদ পূরণ হয়নি বিরাট কোহলির। আর সেই কারণে এবার ট্রফি জিততে মরিয়া হয়ে উঠবে বিরাট কোহলি। ইতিমধ্যেই বিরাট নিজেকে দারুন ভাবে প্রস্তুত করে ফেলেছে আইপিএলের জন্য। এছাড়াও রাজকুমার শর্মার মতে এবারের আইপিএলের অন্যতম ব্যালেন্স দল রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। তাই তারা আইপিএল এর অন্যতম দাবিদারও।