IPL 2020 তে সানরাইজার্স হায়দ্রাবাদ (Sunrisers Hyderabad) টিমের বোলিং বেশ শক্তশালী। ভুবনেশ্বর কুমারের ক্ষুরধার সুইং থেকে রশিদ খানের দুরন্ত লেগ ব্রেক বোলিংয়ে সমস্ত রকমের মশলাই মজুত রয়েছে এই দলে। কিন্তু এই বড় বড় নামের পাশে স্বমহিমায় বিরাজ করছে এক অখ্যাত নাম টি নটরাজন। সামান্য ক্ষেতমজুর মায়ের অভাবী সংসার থেকে উঠে আসা এই যুবকই এই মুহুর্তে মরু শহরের পিচে তুফান আনছেন। নিখুঁত ইয়র্কারে নজর কেড়েছেন ক্রিকেট বোদ্ধা থেকে আম ভারতীয়দের।
আইপিএল প্রতিভার বিচ্ছুরণ মঞ্চ। এই জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্টের হাত ধরেই উঠে এসেছেন হার্দিক পান্ডিয়া, জসপ্রীত বুমরাহ রা। এদের কাঁধে ভর করেই এই মুহুর্তে বিশ্বের সেরা ডেথ বোলিং ভারতের। নিঃসন্দেহে এদেরই উত্তরসূরী নটরাজন। হায়দ্রাবাদ ও দিল্লির ম্যাচে আগুন ঝরিয়েছেন তিনি। চার ওভারে ২৫ রান দিয়ে শিকার করেছেন ১ টি উইকেট।
তামিলনাড়ূর চিন্নপামট্টি গ্রামে এক অভাবের সংসারে জন্ম নটরাজনের। মা সামান্য ক্ষেত মজুরের কাজ করে সংসার সামলাতেন। ছোট থেকেই অনটনকে নিত্যসঙ্গী করেই বড় হয়েছেন তিনি। যদিও চরম অভাবের চাপে পিষে মরে যায় নি নটরাজনের প্রতিভা।
টেনিস বলে তার দুরন্ত বোলিং দেখে মুগ্ধ হন কোচ জয়প্রকাশ। তিনিই সুযোগ করে দেন তামিলনাড়ু প্রিমিয়ার লিগে খেলার। তারপর আর পিছনে ফিরে তাকাতে হয় নি নটরাজনকে।
২০১৯ সালে নিলামে ৪০ লক্ষ টাকায় নটরাজনকে কেনে হায়দ্রাবাদ। এখনো পর্যন্ত ৩ ম্যাচে তার মোট শিকার ৩ হলেও ইতিমধ্যেই নজর কেড়েছেন তিনি। নিজেকে আরো নিখুঁত করে তুলতে পারলে অচিরেই যশপ্রীত বুমরাহ, হার্দিক পান্ডিয়াদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ভারতীয় দলেত নীল জার্সিতে অভিষেক ঘটিয়ে ফেলতে পারেন তিনি।