বাংলা হান্ট ডেস্কঃ আশঙ্কা সত্যি হল, ভয়াবহ করোনা সংক্রমনের জেরে বন্ধ হয়ে গেল এই বছরের আইপিএল। সংবাদ সংস্থা পিটিআইকে এমনটাই জানিয়েছেন বিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা।
কলকাতা নাইট রাইডার্স দলের দুই ক্রিকেটার বরুণ চক্রবর্তী এবং সন্দীপ ওয়ারিয়ার করোনা আক্রান্ত হয়ে পড়ায় সোমবার কেকেআর বনাম আরসিবি ম্যাচ স্থগিত হয়ে গিয়েছিল। তারপর আজ সকালে জানা যায় সানরাইজার্স হায়দ্রাবাদের ক্রিকেটার ঋদ্ধিমান সাহা এবং দিল্লি ক্যাপিটালসের অমিত মিশ্রা করোনা আক্রান্ত। পরপর ফ্র্যাঞ্চাইজি গুলি করোনা আক্রান্ত হওয়ার কারণে আইপিএল বন্ধ করতে বাধ্য হল বিসিসিআই।
IPL suspended for this season: Vice-President BCCI Rajeev Shukla to ANI#COVID19 pic.twitter.com/K6VBK0W0WA
— ANI (@ANI) May 4, 2021
বিসিসিআই এর তরফ থেকে জানানো হয়েছে এই মুহূর্তে আইপিএলের থেকেও বেশি গুরুত্বপূর্ন ক্রিকেটারদের সুরক্ষা। আর সেই কারণেই এই বছরের জন্য আইপিএল বন্ধ করে দেওয়া হল। প্রথমে জানা গিয়েছিল অনির্দিষ্টকালের জন্য স্থগিত হল আইপিএল তবে পরে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় এই বছরের জন্য বন্ধ হয়ে গেল আইপিএল। তবে পরবর্তী কালে ফের আইপিএলের বাকি ম্যাচ হবে কি হবে না, এছাড়াও আইপিএল চ্যাম্পিয়ন কিভাবে বাঁছা হবে এইসব প্রশ্নের উত্তর এখনো পাওয়া যায়নি।