বাংলা হান্ট ডেস্ক: আশঙ্কাই সত্যি হয়েছে। সাময়িকভাবে আইপিএল বন্ধ হয়ে গিয়েছে। এ মুহূর্তে করোনার জেরে আইপিএল বন্ধ না করে স্থগিত করে দিতে বাধ্য হয়েছে বিসিসিআই।ইতিমধ্যেই দেশে ফেরার প্রস্তুতি নেওয়া শুরু করছেন বিদেশি ক্রিকেটাররা। তবে অস্ট্রেলীয়রা একটু বেশি সমস্যায়। কারণ, ভারত থেকে আপাতত সে দেশে ঢোকা উপর নিষেধাজ্ঞা জারি করেছে অস্ট্রেলিয়ান সরকার। এর মাঝেই মেয়ের বার্তা লেখা চিঠি নেটমাধ্যমে পোস্ট করলেন ডেভিড ওয়ার্নার, যা দেখে আবেগতাড়িত নেটিজেনরা।
ইনস্টাগ্রামে ওয়ার্নার একটি ছবি পোস্ট করেছেন যেখানে তিনি এবং তাঁর স্ত্রী-র পাশাপাশি তিন সন্তানের চিত্র অঙ্কন করা হয়েছে। তলায় বড় মেয়ে আইভির লেখা বার্তা, ‘ড্যাডি, তাড়াতাড়ি বাড়ি চলে এসো। আমরা তোমাকে মিস করছি। আমরা তোমাকে খুব ভালবাসি।’ঋদ্ধিমান সাহার করোনা ধরা পড়ায় আপাতত গোটা সানরাইজার্স হায়দরাবাদ শিবিরই আইসোলেশনে রয়েছে। সুদূর অস্ট্রেলিয়ায় উদ্বেগে রয়েছে ওয়ার্নারের পরিবারও। যার প্রতিফলন পাওয়া গেল ওয়ার্নারকে তাঁর মেয়েদের লেখা এই চিঠিতে।
https://www.instagram.com/p/COckwierDzF/?utm_source=ig_embed
সিএসকে স্কোয়াডের দুই সদস্য করোনা আক্রান্ত হওয়ার পরে চেন্নাই বোর্ডকে জানিয়ে দেয় বুধবার রাজস্থান রয়্যালসের বিপক্ষে খেলতে নামবে না তারা। ধোনিদের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়, কোভিড আক্রান্ত দুই তারকার সংস্পর্শে যাঁরা এসেছেন তাঁদের রিপোর্ট আগামী ছয় দিনের মধ্যে তিন বার নেগেটিভ এলে তবেই মাঠে নামবেন তাঁরা। তবে এমন আপডেটের মধ্যেই ঋদ্ধিমান সাহা এবং অমিত মিশ্র-র রিপোর্ট পজিটিভ আসার পর আর বিলম্ব না করে আইপিএল আপাতত বন্ধ করে দিতে বাধ্য হয় বিসিসিআই।
বোর্ডের সহ সভাপতি রাজীব শুক্লা আইপিএলে বন্ধ হওয়ার খবর কনফার্ম করে জানান, “আপাতত আইপিএল বন্ধ করা হল। সমস্ত দল, ব্রডকাস্টার এবং টুর্নামেন্টের সঙ্গে জড়িত সকলের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হল। দেশের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখেই টুর্নামেন্ট বন্ধ করা হল। বোর্ডের কাছে ক্রিকেটারদের স্বাস্থ্য সবার আগে অগ্রাধিকার পাবে। আপাতত বোর্ডের বৈঠকে আলোচনা করা হবে কবে নতুন করে টুর্নামেন্ট শুরু করা সম্ভব। পরের উইন্ডো কখন পাওয়া যাবে, তা বিবেচনা করে দেখতে হবে।”