ধোনির চেন্নাইয়ের জন্য বন্ধ প্লে-অফের দরজা? জেনে নিন কী বলছে সমীকরণ

বাংলা হান্ট নিউজ ডেস্ক: মুম্বাই ইন্ডিয়ান্স, আইপিএল ইতিহাসের সবচেয়ে সফল দল, এই মরশুমে টানা আটটি ম্যাচ হেরে নিশ্চিতভাবেই প্লে অফের রেস থেকে ছিটকে গিয়েছে। কাল যখন চেন্নাই সুপার কিংস পাঞ্জাবের কাছে নিজেদের ষষ্ঠ পরাজয়ের সম্মুখীন হয়েছে তখন তাদের নিয়েও সেই একই আশঙ্কা উঠতে শুরু করেছে।

মুম্বাই ইন্ডিয়ান্স পাঁচটি আইপিএল শিরোপা জিতলেও আইপিএলের ইতিহাসে সবচেয়ে ধারাবাহিক দল সিএসকে। তারা চারটি আইপিএল শিরোপা জিতেছে। তবে এই মরশুমে শুধুমাত্র এই দুটি দলই সমর্থকদের হতাশ করেছে। চেন্নাইয়ের সুযোগ কম থাকলেও তাদের খাতায় কলমে এখনও প্লে অফে ওঠার সুযোগ আছে। কীভাবে এখনও প্লে অফে উঠতে পারে তার পুরো সমীকরণটি বোঝা যাক।

সিএসকে চলতি আইপিএলে এখনও অবধি মোট আটটি ম্যাচ খেলেছে এবং এই ম্যাচগুলির মধ্যে তারা দুটি জিতেছে, এইভাবে দলের বর্তমানে তার অ্যাকাউন্টে চার পয়েন্ট রয়েছে, যেখানে নেট রান রেট -০.৫৩৮। সিএসকে-র এখনও আরও ছয়টি ম্যাচ খেলা বাকি। তাদের বাকি ছয় ম্যাচ জিতলে দলের পয়েন্ট হবে ১৬। সিএসকেকে শুধু বাকি ম্যাচ জিততেই হবে না, নেট রান রেটের দিকেও নজর রাখতে হবে।

প্লে অফের জন্য যোগ্যতা অর্জনের জন্য ১৬ লাগবেই। এই পরিস্থিতিতে, যদি ধোনিরা পরপর তাদের বাকি ম্যাচগুলিতে সমস্ত ম্যাচ জিতে এবং নেট রানরেটের উন্নতি করে, তাহলে প্লে অফে পৌঁছানোর সম্ভাবনা থাকতে পারে, যদিও এই সবের সাথে তাদের বাকি দলগুলির ম্যাচের ফলাফলের দিকে নজর রাখতে হবে। চেন্নাই সুপার কিংস গতবারের চ্যাম্পিয়ন হলেও এই মরশুমে তাদের রঙে দেখা যায়নি। এই মরসুমে ধোনির পরিবর্তে দলের দায়িত্ব নিচ্ছেন রবীন্দ্র জাদেজা। যদিও মাঠের মধ্যে টস বাদে বাকি সব দায়িত্ব ধোনিই পালন করছেন।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর