প্রাথমিক শিক্ষকের চাকরি দেওয়ার নাম করে ৭ লক্ষ টাকা আত্মসাৎ! অভিযুক্ত তৃণমূল নেতা

বাংলাহান্ট ডেস্ক : প্রাথমিক শিক্ষকের চাকরি দেওয়ার লোভ দেখিয়ে লক্ষ লক্ষ টাকার জালিয়াতি। এবার চাঞ্চল্যকর এহেন অভিযোগ উঠল ৩ তৃণমূল কর্মীর বিরুদ্ধে। অভিযুক্তদের মধ্যে ২ জনই মহিলা। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র শোরগোল ছড়িয়েছে মালদহ জেলার হরিশচন্দ্রপুর এলাকায়। যদিও পুরো বিষয়টিই নিজেদের কাঁধ থেকে ঝেড়ে ফেলতে চাইছেন এলাকার তৃণমূল নেতৃত্ব।

পুরো ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে অভিযোগের তীর উঠেছে তৈমুর রহমান নামে এক তৃণমূল নেতার বিরুদ্ধে। মালদহ জেলার প্রাক্তন তৃণমূল জেলা সম্পাদক তৈমুর হরিশচন্দ্রপুর এলাকার ডুমুরিয়া গ্রামের বাসিন্দা। অভিযোগ মাস কয়েক আগে ওই এলাকারই বাসিন্দা দুই ভাই বিষ্ণু হালদার এবং কৃষ্ণ হালদারের কাছ থেকে প্রাথমিক শিক্ষকের চাকরি করে দেওয়ার নাম করে আদায় করেন ৭ লক্ষ টাকা। এই লেনদেনে মধ্যস্থতা করেছিলেন নিভা মহরি এবং উৎপলা পাসোয়ান নামক দুই তৃণমূল কর্মী।

রাজ্যস্তরের দৌড়বিদ দুই ভাই এর আগে বহুবার সরকারি চাকরির প্রতিশ্রুতি পেলেও মেলেনি চাকরি। কিন্তু এই তৃণমূল নেতার কাছ থেকে প্রতিশ্রুতি পেয়ে নিজেদের শেষ সম্বল জমি পুকুর বিক্রি করে সেই টাকা তুলে দেন তৈমুরের হাতে। কিন্তু এরপর বহু দিন কাটলেও মেলেনি চাকরি। প্রতারিত হয়েছেন বুঝতে পারার পর টাকা ফেরত চাইলে তাঁদের খুন করার হুমকিও দেন ওই তৃণমূল নেতা।

যদিও সম্পুর্ণ অভিযোগই অস্বীকার করেছেন ওই তৃণমূল নেতা। তাঁর অভিযোগ ইচ্ছা করে ফাঁসানো হচ্ছে তাঁকে। এই ব্যাপারে কিছুই জানেন না বলেই জানিয়েছেন তৈমুর রহমান। অন্যদিকে পুরো বিষয়টির থেকেই গা বাঁচিয়ে চলতে আগ্রহী স্থানীয় জেলা তৃণমূল নেতৃত্ব। আইন আইনের পথে চলবে বলেই দায় ঝেড়েছেন তাঁরা। তবে এই ঘটনার জেরে যে আবারও একবার বিতর্কের মুখে রাজ্যের শাসকদল তা বলাই বাহুল্য।

Avatar
Katha Bhattacharyya

সম্পর্কিত খবর