ডেল স্টেইনের মতো বিধ্বংসী বোলার পেল ভারত, বলের গতি দেখে কাঁপে তাবড় তাবড় ব্যাটসম্যানরা

বাংলা হান্ট নিউজ ডেস্ক: সানরাইজার্স হায়দরাবাদের তরুণ স্পিড স্টার উমরান মালিক আইপিএল ২০২১ এই নজর কেড়েছিলেন কিন্তু ২০২২-এ তিনি যেন ক্রমশ আরও পরিণত হয়ে উঠছেন। উমরান মালিককে একজন গতিদানব হিসাবে বিবেচনা করা হয় এবং তার ঘন্টায় ১৫০ কিলোমিটার গতিতে ধারাবাহিকভাবে বোলিং করার ক্ষমতা রয়েছে। উমরান ধারাবাহিকভাবে জোরে বোলিং করার সাথে সাথে শেষ দুই ম্যাচে ভালো পারফর্ম করে ৬ উইকেট নিয়েছেন। এই বোলারকে ভারতীয় দলের হয়ে খেলতে দেখতে চাইবেন ক্রিকেটপ্রেমীরা। ডেল স্টেইনের মতো মারাত্মক বোলার নিজেও বর্তমানে আইপিএলে উমরানকে দেখার পর আশাবাদী।

সানরাইজার্স হায়দরাবাদের ফাস্ট বোলার উমরান মালিক আইপিএল ২০২২-এ তার বোলিং দিয়ে ক্রিকেট ভক্তদের মুগ্ধ করেছেন এবং তিনি প্রতি ম্যাচেই দ্রুততম বল করার জন্যও প্রশংসিত হচ্ছেন। নিজের গতি দিয়ে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ফাস্ট বোলার ডেল স্টেইনের নজর কেড়েছেন উমরান। প্রাক্তন প্রোটিয়া পেসার চলতি মরশুমে সানরাইজার্সের মেন্টর হিসাবে দায়িত্ব পালন করছেন।

umran malik 2

স্টেইন তার সম্পর্কে বলেছেন, ‘কেউ যদি প্রতি ঘণ্টায় ১৫০ কিমি বেগে বোলিং করতে পারে তাহলে সেটা দেখতে দারুণ লাগে। আমরা প্রায়ই চেষ্টা করি যে খেলোয়াড়রা তাদের গতি পরিবর্তন করে। তবে আমি মনে করি উমরান এভাবেই বোলিং করে ক্রমাগত পরিণত হচ্ছে। তাকে প্রতি ঘণ্টায় ১৫০ কিমি বেগে ধারাবাহিকভাবে বোলিং করতে দেখা শুধু আমার জন্যই নয়, ঘরে বা স্টেডিয়ামে ম্যাচটি দেখার জন্য সবার জন্য খুবই রোমাঞ্চকর।’

কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে হায়দরাবাদের ম্যাচে শ্রেয়াস আইয়ারের মতো ফর্মে থাকা তারকাকে দুর্দান্ত ইয়র্কারে বোল্ড করেন উমরান। ডাগআউটে এই উইকেট দেখে বোলিং কোচ মুথাইয়া মুরালিধরনকে জড়িয়ে ধরেন স্টেইন। রাজস্থান রয়্যালস এবং লখনউ সুপার জায়ান্টদের কাছে তাদের প্রথম দুটি ম্যাচ হারার পর, হায়দরাবাদ চেন্নাই সুপার কিংস, গুজরাট টাইটানস, কলকাতা নাইট রাইডার্স এবং গতকাল পাঞ্জাব কিংসের বিরুদ্ধে টানা জয় পেয়ে শক্তিশালী প্রত্যাবর্তন করেছে। শেষ বলে উমরান ৪ উইকেট নিয়ে সকলকে ফের মুগ্ধ করেছেন।


Reetabrata Deb

সম্পর্কিত খবর