ইঞ্চি ফিতে নিয়ে মাঠে কী করছেন হার্দিক পান্ডিয়া? ভাইরাল মজাদার ভিডিও

Published On:

বাংলা হান্ট নিউজ ডেস্ক: বৃহস্পতিবার খেলা আইপিএল ম্যাচে রাজস্থান রয়্যালসকে ৩৭ রানের ব্যবধানে হারিয়ে বর্তমান টুর্নামেন্টে গুজরাট টাইটান্স তাদের চতুর্থ জয় তুলে নিয়েছে। এই মুহূর্তে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে গুজরাট টাইটান্স দল। এরই মধ্যে বৃহস্পতিবার, গুজরাট এবং রাজস্থান রয়্যালসের মধ্যে আইপিএল ম্যাচ চলাকালীন একটি মজার ঘটনা ভাইরাল হয়েছে।

গতকাল ম্যাচ চলাকালীন হার্দিক পান্ডিয়া আচমকাই এক ইঞ্চি টেপ নিয়ে মাঠে প্রবেশ করেছিলেন। তারপর গুজরাট অধিনায়ক হার্দিক পান্ডিয়াকেও খানিকক্ষণ ধরে কিছু পরিমাপ করতে দেখা গিয়েছিল, যার জন্য কিছু সময়ের জন্য খেলা বন্ধ রাখতে হয়েছিল। রাজস্থান রয়্যালসের ইনিংসের দশম ওভারে হার্দিক পান্ডিয়া বোলিং করতে এসেছিলেন এবং তিনি আসার সাথে সাথেই বিভ্রান্ত হয়েছিলেন। হার্দিক পান্ডিয়া তার বোলিং মার্ক নিয়ে দ্বিধায় ছিলেন এবং স্বাভাবিক রানআপ কোথা থেকে চিহ্নিত করবেন তা তিনি বুঝতে পারছিলেন না।

হার্দিক পান্ডিয়া মার্কটি খানিকক্ষণ খোঁজার পর অনীহা বোধ করেন এবং তারপর রানআপ মাপতে ডাগআউটের দিকে ইশারা করেন। এর পরে, ডাগআউট থেকে পরিমাপের জন্য একটি ইঞ্চি টেপ আনা হয়েছিল। হার্দিক পান্ডিয়াকে অনেকবার এমন করতে দেখা যায়। এ সময় রাজস্থান রয়্যালসের ব্যাটসম্যানরাও পুরো দৃশ্যটি দেখছিলেন। পরে, গুজরাট টাইটান্সের সাপোর্ট স্টাফের একজন সদস্যকে ইঞ্চি টেপ নিয়ে মাঠে আসতে দেখা যায়, যা হার্দিককে রান আপ পরিমাপ করতে সহায়তা করেছিল। এই মজার ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে গেছে।

এই ম্যাচে জ্বলে উঠছিলেন গুজরাট টাইটান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। তারকা অলরাউন্ডার কাল রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং তিনটি বিভাগেই অসাধারণ পারফর্ম করেছেন। গত ম্যাচে নিজের স্বভাববিরুদ্ধ ইনিংস খেলে অর্ধশতরান করেছিলেন। গুজরাট টাইটান্সের অধিনায়ক হার্দিক ৫২ বলে ৮৭ রান করেন এবং তারপর বোলিং করতে গিয়ে একটি উইকেটও নেন।

X