বিলাসবহুল বাংলো, দামি গাড়ি, রশিদ খানের সম্পত্তির পরিমাণ জানলে চোখ কপালে উঠবে আপনার

বাংলা হান্ট নিউজ ডেস্ক: গুজরাট টাইটান্সের তারকা আফগান লেগস্পিনার রশিদ খান খুব অল্প বয়সেই প্রচুর খ্যাতি অর্জন করে ফেলেছেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এই মরশুমে খুব বেশি উইকেট না নিলেও কৃপণ বোলিং করেছেন তিনি। ফাইনালের আগে ১৫টি ম্যাচে ১৮টি উইকেট পেয়েছেন তিনি। তার ইকোনমি রেট ৭-এরও নীচে। বল ছাড়াও চলতি মরশুমে ব্যাট হাতে এই মরশুমে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ক্যামিও খেলেছেন তিনি। তার ওপর লাগানো পয়সার মান রেখেছেন তিনি। এই প্রতিবেদনে আমরা আলোচনা করবো তার বিলাসবহুল জীবনযাপন নিয়ে।

২৪ বছর বয়সী আফগান তারকা বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে বিশাল অংকের টাকা রোজগার করেন। প্রতিটি টি টোয়েন্টি লিগের দল তাকে দলে নিতে যে কোনও অংকের টাকা খরচ করতে রাজি থাকে। ফলে টাকার অভাব কোনওদিনই থাকে না রশিদের। ফলে সেইরকম বিলাসবহুল জীবনও যাপন করেন তিনি।

 

View this post on Instagram

 

A post shared by Rashid Khan (@rashid.khan19)

এই আইপিএলে আগে রশিদের আগের ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দরাবাদ রশিদ খানকে রিটেন করার কথা ভাবেনি। তাতে অবশ্য রশিদের কোনও অসুবিধা হয়নি। আইপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি গুজরাট টাইটান্স রশিদকে ১৫ কোটি টাকা দিয়ে কিনেছে। আইপিএলে জনপ্রিয়তার কারণে তিনি মনস্টার এনার্জি, মাই সার্কেল ইলেভেন, লেভেলআপ ইলেভেন, পুমার মতো বহুজাতিক সংস্থার হয়ে বিজ্ঞাপনী প্রচার করে থাকেন। আইপিএল ছাড়াও রশিদ অস্ট্রেলিয়ান বিগ ব্যাশ লিগ, পাকিস্তান সুপার লিগ, আফগানিস্তান প্রিমিয়ার লিগ এবং ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও ক্রিকেটে খেলেন। সেখান থেকেও বড় অংকের রোজগার হয় রশিদের।

অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগেও আফগান স্পিনার অত্যন্ত জনপ্রিয়। ২০২০ সালে দক্ষিণ অস্ট্রেলিয়ায় দাবানল চলাকালীন রশিদ খান ত্রাণের টাকা সংগ্রহ করার জন্য তার গাড়ি – মিতসুবিশি আউটল্যান্ডারটি নিলাম করেছিলেন। এই গাড়িটি নিলাম করার পরেও একটি রেঞ্জ রোভার এবং টয়োটা ফরচুনারেরও মালিক রশিদ খান।

Reetabrata Deb

সম্পর্কিত খবর