বাংলা হান্ট নিউজ ডেস্ক: আইপিএল ২০২২-এ, দর্শকরা ফিরে পেয়েছেন পুরোনো এবং পরিচিত এমএস ধোনিকে। মহেন্দ্র সিং ধোনিকে বিশ্বের সেরা ফিনিশার হিসাবে গণ্য করা হয়। চেন্নাই সুপার কিংসের হয়ে প্রচুর ম্যাচ তিনি একার হাতে জিতিয়েছেন। এখন ভারতের প্রাক্তন বোলার ইরফান পাঠান একটি শো-তে চাঞ্চল্যকর দাবি করেছেন।
প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার বলেছেন ‘এমএস ধোনি আইপিএলের ইতিহাসে সেরা ফিনিশার। বছরের পর বছর অন্য কেউ এই তালিকায় যোগ দিচ্ছেন, কিন্তু কেউ ধোনিকে সরাতে পারেনি। তিনি এই লিগের সম্পদ। ধোনি এবং এবি ডিভিলিয়ার্স আইপিএলের ইতিহাসে সবচেয়ে বড় ফিনিশার, তবে ধোনি ডিভিলিয়ার্সের থেকে এগিয়ে রয়েছেন।
ইরফান পাঠান দাবি করেছেন, “যে কোনও দলই সিএসকে দলকে অবমূল্যায়ন করার ভুল করতে পারে না। খারাপ অবস্থা থেকেও জয় ছিনিয়ে আনতে জানে এই দল। এই দলটি অতীতে অনেকবার এমনটা করেছে এবং সে কারণেই তাই সবসময়ই অন্যান্য দলের কাছে সবচেয়ে বিপজ্জনক ছিল। আইপিএল ২০২২-এ ধোনির হাত ধরে আবারও ঘুরে দাঁড়ানোর ক্ষমতা রাখেন তারা।
“MSD and AB de Villiers have been the biggest finishers in the history of IPL, but Dhoni is at the forefront of it.” – Irfan Pathan https://t.co/ZVdvjOjGRJ
— HT Sports (@HTSportsNews) April 25, 2022
আমরা যদি আইপিএলের বর্তমান মরশুম প্রসঙ্গে আলোচনা করি তাহলে, রাহুল তেওয়াটিয়া, দীনেশ কার্তিক, শিমরন হেটমায়ারের নাম উল্লেখ করা বাঞ্চনীয় কারণ তারা তাদের দলের হয়ে ধারাবাহিকভাবে ম্যাচ শেষ করছেন। কিন্তু যখন শ্রেষ্ঠ ফিনিশারের কথা আসে, স্পষ্টতই কেবল একজনের নাম আসে। মনে মনে আর সেটা হল ধোনি। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ধোনি ১৩ বলে ২৮ রান করেন। চেন্নাই সুপার কিংস যখন হারের কবলে পড়ে গিয়েছে তখন শেষ চার বলে ১৬ রান করে মুম্বাইয়ের মুখের গ্রাস কেড়ে নেন তিনি।