ICC-র থেকে দু কদম এগিয়ে রইলো BCCI, IPL-এর নিয়মে আসছে বেশ কিছু পরিবর্তন

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আইপিএল ২০২২ শুরু হতে চলেছে ২৬শে মার্চ থেকে। এবার লিগে অনেক নতুন চমক দেখা যাবে কারণ লিগে দলের সংখ্যা ৮ থেকে বৃদ্ধি পেয়ে ১০ হয়েছে, এই দলগুলিকে ইতিমধ্যেই ২ টি গ্রুপে ভাগ করা হয়েছে। সব দলের মধ্যে ম্যাচ মিলিয়ে ৭০ টি ম্যাচ খেল হবে। এই সমস্ত ম্যাচগুলি মুম্বাই এবং পুনেতে খেলা হবে। এই সবের মধ্যে, এখন বিসিসিআই আইপিএল ২০২২-এর জন্য আরও কিছু নতুন নিয়ম সংযুক্ত করছে যার মধ্যে বেশ কয়েকটি নিয়ম সম্প্রতি এমসিসি, ক্রিকেট আইনে সংশোধন আনতে প্রস্তাব করেছে। আন্তর্জাতিক ক্রিকেটে এই নিয়মগুলি বছরের শেষ দিক থেকে (১লা অক্টোবর) কার্যকর হলেও আইপিএলে এখন থেকেই কার্যকর হবে নিয়মগুলি।

করোনা নিয়ে দলের খেলোয়াড়দের অনুপস্থিতির বিষয়ে নিয়ম করেছে বিসিসিআই। দলে করোনার ঘটনা সামনে আসার পর দলের প্লেয়িং ইলেভেনে পরিবর্তন হতে পারে। কিন্তু করোনার কারণে কোনো দল যদি ১১ জন ক্রিকেটার মাঠে নামাতে না পারে, তাহলে ম্যাচের সূচি পুনঃনির্ধারণ করা হবে। এরপরও যদি ম্যাচটি সম্ভব না হয়, তাহলে বিষয়টি নিয়ে যে কোনও রকম সিদ্ধান্ত নেবে টেকনিক্যাল কমিটি এবং কমিটি যে সিদ্ধান্ত নেবে তা সকলকে মেনে নিতে হবে। ম্যাচের রিসিডিউলের এই নিয়মটি আগের আইপিএলের নিয়মের মতোই, এতে শুধুমাত্র একটি পরিবর্তন করা হয়েছে। আগের নিয়মে বলা হয়েছিল যে বোর্ড পরে ম্যাচটি পুনঃনির্ধারণের চেষ্টা করবে, তবে যদি এটি সম্ভব না হয় তবে পিছনে থাকা দলকে পরাজিত হিসাবে মেনে পয়েন্ট টেবিলে এগিয়ে থাকা দলকে দুটি পয়েন্ট দেওয়া হবে। এই নিয়মের ফলে এখন থেকে যে দল এখন পিছিয়ে থাকবে তারাও এই সুবিধা পাবে।

bcci ipl

আইপিএলের এই নতুন নিয়মে ডিআরএস নিয়ে আরেকটি বিশেষ নিয়ম করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, বিসিসিআই প্রতিটি ইনিংসে রিভিউয়ের সংখ্যা ১ থেকে বাড়িয়ে ২ করার সিদ্ধান্ত নিয়েছে। এটি প্রতিটি ইনিংসে দুইবার ডিসিশন রিভিউ সিস্টেম ব্যবহার করার অনুমতি দেবে। সেই সঙ্গে এমসিসি প্রস্তাবিত নতুন নিয়ম ক্যাচ আউটের সময় ব্যাটারকে প্রান্ত বদল করলেও নতুন আগত ব্যাটারকেই স্ট্রাইক নেওয়ার নিয়মও বলবৎ হবে এই প্রতিযোগিতায়।

এর সাথে বিসিসিআই সিদ্ধান্ত নিয়েছে প্লে-অফ বা ফাইনালে ম্যাচ টাই হওয়ার পর, সুপার ওভারের মধ্যে দিয়ে নিষ্পত্তি হবে না, বরং লিগ পর্বের ফলাফল দেখা যাবে। যে দল লিগ পর্বে শীর্ষে থাকবে সেই দলকেই প্লে অফে বা ফাইনালে টাই হওয়া ম্যাচে বিজয়ী বলে ঘোষণা করা হবে। এর মানে এখন সব দলের জন্যই চ্যালেঞ্জ হবে যে প্লে-অফে যোগ্যতা অর্জনের পাশাপাশি দলকে গ্রুপ পর্বেও যতটা সম্ভব পয়েন্ট টেবিলের ওপরের দিকে থাকতে হবে।


Reetabrata Deb

সম্পর্কিত খবর