নিউজ ডেস্ক বাংলা হান্ট: দুজনের মধ্যে বিচ্ছেদ না হলেও একে অপরের সাথে সাক্ষাৎ নেই দীর্ঘদিন। ফোন বা মেসেজের মাধ্যমেও কোনও যোগাযোগ নেই। আইনি জটিলতায় এখনো তাদের ডিভোর্স না হওয়ায় খাতায় কলমে সম্পর্ক টিকে রয়েছে। কিন্তু যদি সবকিছু ঠিক থাকতো তাহলে রবিবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শামির সমর্থনে উপস্থিতও হয়তো থাকতেন হাসিন জাহান।
কিন্তু তেমনটা হয়নি। শামির সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার পর ক্রিকেট দেখাই ছেড়ে দিয়েছেন হাসিন জাহান। সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজের স্বামী সম্পর্কে তিনি বলছিলেন, “ক্রিকেট নিয়ে আমার কোনওদিনই বিন্দুমাত্র উৎসাহ ছিল না। এর আগে পেশাগত খাতিরে কিছু ক্রিকেট অনুষ্ঠানে উপস্থিত ছিলাম। কিন্তু এখন আমি খেলা দেখাই ছেড়ে দিয়েছি। কবে আইপিএল শুরু হয়েছে, কবে ফাইনাল, কোনও খবরই আর রাখি না।”
স্বামী যে খেলায় নিয়ে ব্যস্ত থাকেন সেই খেলার খবর রাখেন না! এই প্রশ্নের জবাবে হাসিন বলেছেন “পেট তো চালাতে হবে। তাই ক্রিকেট খেলা দেখার সময় কোথায়। শামি তো নিজের মেয়েরও কোনও খবর রাখে না। গত জন্মদিনে ওর মেয়ে কতবার বাবাকে মেসেজ করল, ফোন করার জন্য। কিন্তু ও ফোন করেনি। আইপিএলের ফাইনালের দিন আর পাঁচটা দিনের মতোই কাটিয়েছি। শামি আর নিজের মেয়ের জন্য সামান্য কিছু টাকা পাঠায়। তাতে সংসার ঠিকঠাক চলে না। ফলে বাধ্য হয়ে গয়না বন্ধক রেখে অভাব মেটাতে হচ্ছে।
প্রসঙ্গত হাসিন জাহান জীবনে দুই বার বিয়ে করেছেন। হাসিন প্রথমে মহম্মদ শামির প্রেমে পড়ারও আগে ২০০২ সালে এক দোকানদারের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন যার নাম ছিল শেখ সাইফুদ্দিন। সে সময় হাসিন দশম শ্রেণীতে পড়তেন। পরিবারের সদস্যদের বিরুদ্ধে গিয়ে তিনি বিয়ে করেন। কিন্তু মাত্র ৮ বছর পর সাইফুদ্দিনের সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় হাসিনের। হাসিনেরও তখন থেকেই দুটি সন্তান ছিল, তবে তারা সবাই তাদের বাবার সাথে বসবাস করছে। মহম্মদ শামির সঙ্গে বিয়ের পর হাসিনের একটি কন্যা সন্তান রয়েছে।