বাংলা হান্ট নিউজ ডেস্ক: জমে উঠেছে আইপিএল ২০২২। এবার এক ইলেকট্রিশিয়ানের ছেলের পারফরম্যান্স বিনোদন দিয়ে মুগ্ধ করেছে ক্রিকেটপ্রেমীদের। বুধবারও কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচে কঠিন পরিস্থিতিতে ব্যাট হাতে দুরন্ত ব্যাটিং করেছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সের তরুণ ব্যাটসম্যান তিলক ভার্মা। তিলক ভার্মা বিশ্বের এক নম্বর টেস্ট বোলার প্যাট কামিন্সের বলে হাঁটুতে ভর একটি স্কুপ শট মেরেছিলেন, যা কেউ ভাবতেও পারেননি।
মুম্বাই ইন্ডিয়ান্সের ইনিংসের ১৬ তম ওভারে, পেশায় ইলেকট্রিশিয়ান বাবার ছেলে তিলক ভার্মা, কলকাতা নাইট রাইডার্সের তারকা ফাস্ট বোলার প্যাট কামিন্সের বলে একটি আশ্চর্যজনক স্কুপ শট খেলেন এবং বলটি মাঠের বাইরে পাঠিয়ে দেন। এর ভিডিও সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হচ্ছে। তিলক ভার্মার এই সুন্দর স্কুপ শটটি দেখে সবাই রোমাঞ্চিত হয়েছিল। কারণ তিলক বিশ্বের এক নম্বর টেস্ট বোলার প্যাট কামিন্সকেও ব্যাট হাতে কোনওরকম সম্ভ্রম দেখাননি।
Six like AB de Villiers: Video of Tilak Varma Scoop Six: MI v KKR
https://t.co/hHFXHYJk3j— Vicky Parvatan (@VParvatan) April 6, 2022
মুম্বাই ইন্ডিয়ান্সের ইনিংসের শুরুটা একেবারেই ভালো হয়নি। মুম্বাইয়ের দল ৬ রানের স্কোরে তাদের প্রথম উইকেট হারিয়েছিল, তারপর ১১ তম ওভারে, ৫৩ রানে তিনটি উইকেট খুইয়েছিল দলটি। এরপর সূর্যকুমার যাদবের পাশাপাশি ইনিংস সামলেছেন তিলক ভার্মা। কেকেআরের বিপক্ষে তিলক ভার্মা শেষ পর্যন্ত অপরাজিত থাকেন এবং ৩৮ রান করেন। তিলক ভার্মা তার ইনিংসে তিনটি চার ও দুটি ছক্কা মারেন।
কিন্তু তাতে লাভ হয়নি। অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্স কাল ব্যাট হাতে একটি চাঞ্চল্যকর ইনিংস খেলেছেন যার কারণ কলকাতা নাইট রাইডার্স কাল মুম্বাই ইন্ডিয়ান্সকে পাঁচ উইকেটে পরাজিত করে। মরশুমে তাদের তৃতীয় জয় নিশ্চিত করেছে। বল হাতে নজর কাড়তে ব্যর্থ হলেও তিনি ব্যাট হাতে ১৪ বলে ৫০ সম্পূর্ণ করে অপরাজিত থাকেন ৫৬ রানে। এইভাবে লোকেশ রাহুলের দ্রুততম অর্ধশতরানের রেকর্ড ছুঁয়ে ফেলেছেন কামিন্স।