রাসেলের একটি ঝোড়ো ইনিংস বদলে দিল সমীকরণ, অরেঞ্জ ক্যাপ-র দৌড়ে এগিয়ে ধোনি, বাদ কোহলি

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আইপিএল ২০২২-এ আটটি ম্যাচের পরে, অরেঞ্জ ক্যাপের তালিকায় কিছুটা পরিবর্তন হয়েছে। শুক্রবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে অপরাজিত ৭০ রানের ঝড়ো ইনিংস খেলা কলকাতা নাইট রাইডার্সের অলরাউন্ডার আন্দ্রে রাসেল অরেঞ্জ ক্যাপের দৌড়ে এগিয়ে গিয়েছেন। রাসেল ৩ ম্যাচে ৯৫ রান করেছেন যার মধ্যে একটি হাফ সেঞ্চুরিও রয়েছে। এর ফলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক ফ্যাফ দু প্লেসিস, যিনি লিগের প্রথম দুটি রাউন্ডের পর এগিয়ে ছিলেন, তিনি এখন সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় দ্বিতীয় স্থানে নেমে এসেছেন।

দু প্লেসিসের বর্তমানে দুই ম্যাচে ৯৩ রান। ১ ম্যাচে ৮১ রানের ইনিংস নিয়ে তিন নম্বরে রয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের উইকেটরক্ষক ব্যাটার ঈশান কিষান। কিন্তু এখন পর্যন্ত মাত্র একটি ম্যাচ খেলেছেন তিনি। এছাড়া চেন্নাই সুপার কিংসের রবিন উথাপ্পা দুই ম্যাচে ৭৮ রান করে চতুর্থ এবং পাঞ্জাব কিংসের ভানুকা রাজাপাকসে দুই ম্যাচে ৭৪ রান করে শীর্ষ ৫-এ রয়েছেন।

bhanuka rajapaksha

সেরা দশ ব্যাটসম্যানের তালিকা থেকে বাদ পড়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। একই সময়ে, চেন্নাই সুপার কিংসের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ১০ নম্বরে নেমে গেছেন। ৬ নম্বর থেকে ৮ নম্বর পর্যন্ত, লখনউ সুপার জায়ান্টের ব্যাটসম্যানরাই শুধুমাত্র রয়েছেন।

ayush badoni

আয়ুশ বাদোনি দুই ম্যাচে ৭৩ রান করে ষষ্ঠ, দীপক হুডা দুই ম্যাচে ৬৮ রান নিয়ে সপ্তম এবং কুইন্টন ডি কক দুই ম্যাচে ৬৮ রান নিয়ে আট নম্বরে রয়েছেন। এমএস ধোনি দুই ম্যাচে ৬৬ রান নিয়ে নবম এবং লখনউ সুপার জায়ান্টসের ইভিন লুইস দুই ম্যাচে ৬৫ রান করে দশ নম্বরে রয়েছেন।


Reetabrata Deb

সম্পর্কিত খবর