বাংলা হান্ট নিউজ ডেস্ক: অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্স ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কাল একটি চাঞ্চল্যকর প্রত্যাবর্তন করেছেন যার কারণ কলকাতা নাইট রাইডার্স কাল মুম্বাই ইন্ডিয়ান্সকে পাঁচ উইকেটে পরাজিত করে ।মরশুমে তাদের তৃতীয় জয় নিশ্চিত করেছে। বল হাতে নজর কাড়তে ব্যর্থ হলেও তিনি ব্যাট হাতে ১৪ বলে ৫০ সম্পূর্ণ করে অপরাজিত থাকেন ৫৬ রানে। এইভাবে লোকেশ রাহুলের দ্রুততম অর্ধশতরানের রেকর্ড ছুঁয়ে ফেলেছেন কামিন্স।
এই জয়ে কেকেআর চার ম্যাচে তিন জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে। এদিকে পাঁচবারের আইপিএল বিজয়ী মুম্বই ইন্ডিয়ান্স, যারা চলতি সংস্করণে এখনও একটি ম্যাচ জিততে পারেনি, তারা সানরাইজার্স হায়দ্রাবাদের উপরে দ্বিতীয়-শেষ অবস্থানে রয়েছে। আইপিএলে এখনও অপরাজিত গুজরাট টাইটান্স রয়েছে তিন নম্বরে। টেবিলের মাঝখানে ওপরে যাওয়ার লড়াই চলছে লখনউ সুপারজায়ান্টস, আরসিবি, দিল্লি ক্যাপিতালস, পাঞ্জাব কিংসের মতো দলে।
অরেঞ্জ ক্যাপের তালিকাতে বিশেষ কিছু পরিবর্তন আসেনি এখনও। ৩ ম্যাচে ২০৫ রান করে বাটলারই রয়েছেন শীর্ষে। কাল ঈশান কিষানের কাছে তাকে ছোয়ার সুযোগ থাকলেও কাল বড় ইনিংস খেলতে ব্যর্থ হওয়ায় দুই নম্বরেই রয়েছেন তিনি।
বোলারদের মধ্যে পার্পল ক্যাপের দৌড়ে ৪ ম্যাচে ৯ উইকেট নিয়ে এগিয়ে রয়েছেন নাইট রাইডার্সের উমেশ যাদব। ৩ ম্যাচে ৭ উইকেট তুলে তার পেছনেই দুই এবং তিন নম্বরে রয়েছেন লখনউয়ের আবেশ খান এবং রাজস্থানের যুজবেন্দ্র চাহাল।