বাংলা হান্ট নিউজ ডেস্ক: কলকাতা নাইট রাইডার্সের নতুন অধিনায়ক শ্রেয়স আইয়ার আইপিএল ২০২২ আরম্ভের এক সপ্তাহ আগে কেকেআরের জার্সি প্রকাশ করেছেন। এই জার্সি গায়ে চাপিয়েই ২৬শে মার্চ থেকে মুম্বাইয়ের ওয়াংখেড়ে ক্রিকেট স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে মাঠে নামবেন। নাইট রাইডার্সের নতুন অধিনায়ক শ্রেয়স আইয়ার সম্প্রতি দুর্দান্ত ফর্মে রয়েছেন। নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে বিগত কয়েকদিন প্রত্যেক ফরম্যাটেই নিজের যোগ্যতা প্রমাণ করেছেন তিনি।
কলকাতা নাইট রাইডার্স লিগের সবচেয়ে স্মার্ট দলগুলির মধ্যে একটি, যারা নিলামে প্রতিটি পয়সা বুঝে শুনে ব্যবহার করে। গৌতম গম্ভীরের নেতৃত্বে তারা দুর্দান্ত পারফরম্যান্স করেছিল এবং দুটি আইপিএল শিরোপা জিতেছিল। গম্ভীর চলে যাওয়ার পর, কেকেআর দীনেশ কার্তিকের নেতৃত্বে সেমিফাইনালে ওঠার জন্য লড়াই করেছিল। তিনি খুব একটা সফল না হওয়ায় ২০২০ মরশুমের মাঝপথে অধিনায়কত্ব ছেড়ে দেন এবং তারপর ইয়ন মরগ্যানের হাতে অধিনায়কত্বের ব্যাটন তুলে দেন। ব্রিটিশ তারকার নেতৃত্বেই কেকেআর ২০২১-এ সংযুক্ত আরব আমিরশাহীতে আইপিএলের ফাইনালে পৌঁছেছিল।
New threads, new energy. Let’s get going @KKRiders 💜 pic.twitter.com/ONlcqH3H0V
— Shreyas Iyer (@ShreyasIyer15) March 18, 2022
কেকেআর রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এবং মেহতা গ্রুপের সহ-মালিকানাধীন। শাহরুখ খান রেড চিলিসের প্রধান যখন জয় মেহতা এবং অভিনেতা জুহি চাউলস মেহতা গ্রুপের মালিক। চলতি বছরে শ্রেয়স আইয়ারকে অধিনায়ক করে ট্রফির জন্য ঝাঁপাতে চায় তারা।
গত মরশুমে ভালো পারফরম্যান্স করা ভেঙ্কটেশ আইয়ার, বরুণ চক্রবর্তী, আন্দ্রে রাসেল এবং সুনীল নারায়ণ-কে ধরে রেখেছিল তারা। তাদের সঙ্গে সামিল করা হয়েছে শ্রেয়স আইয়ার, অজিঙ্কা রাহানে, করুণারত্নে, স্যাম বিলিংসের মতো তারকাদের। ফের একবার গত মরশুমের পারফরম্যান্সের পুনরাবৃত্তি করতে চাইবেন নাইটরা।