আইপিএল খেলতে নিজেদের দেশের বোর্ডের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন এই খেলোয়াড়রা, ছিটকে গেলেন দল থেকেও

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আর কিছুদিনের মধ্যেই আরম্ভ হতে চলেছে আইপিএল ২০২২। সারা বিশ্বের খেলোয়াড়রা এই লিগে নিজেদের প্রতিভার ঝলক দেখানোর জন্য উৎসুক হয়ে থাকেন। বর্তমানে অংশগ্রহণকারী ১০টি দলই প্রতিযোগিতা জন্য প্রস্তুতি শুরু করেছে। কিন্তু একটি নির্দিষ্ট দেশের খেলোয়াড়ের জন্য আইপিএল খেলা সমস্যার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই খেলোয়াড়দের আইপিএল খেলতে গিয়ে নিজের জাতীয় দলের বাইরে থাকতে হচ্ছে।

৩১ শে মার্চ থেকে শুরু হওয়া বাংলাদেশের বিরুদ্ধে দুই ম্যাচের হোম সিরিজের জন্য দক্ষিণ আফ্রিকা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সঙ্গে যুক্ত থাকা ক্রিকেটারদের ১৫ সদস্যের টেস্ট স্কোয়াডে অন্তর্ভুক্ত করেনি। কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি এবং মার্কো জেনসেনের মতো ফাস্ট বোলার এবং এইডেন মার্করাম, ডেভিড মিলার এবং রাসি ভ্যান ডার ডুসেনের মতো ব্যাটসম্যানদের ছাড়াই দক্ষিণ আফ্রিকা এই সিরিজে যাবে যারা এই টেস্ট সিরিজের চেয়ে আইপিএল পছন্দ করেছিলেন।

   

প্রথমবারের মতো টেস্ট দলে জায়গা পেয়েছেন মিডল অর্ডার ব্যাটসম্যান খায়া ঝন্দো। দলে ফাস্ট বোলার ড্যারিন ডুপাভিলনের মতো নতুন মুখকেও বাংলাদেশের বিরুদ্ধে দেখা যাবে। এদিকে, পিঠ ও নিতম্বের ব্যথার কারণে এনরিক নোকিয়াকে দলে নেওয়া যায়নি। আইপিএলে তার খেলাও সন্দেহজনক। আসন্ন আইপিএলে তিনি দিল্লি ক্যাপিটালসের অংশ।

দক্ষিণ আফ্রিকা স্কোয়াড: ডিন এলগার (অধিনায়ক), তেম্বা বাভুমা (সহ-অধিনায়ক), ড্যারিন ডুপাভিলন, সারেল ইরভি, সাইমন হার্মার, কেশব মহারাজ, ভিয়ান মুল্ডার, ডুয়ান অলিভিয়ার, কিগান পিটারসেন, রায়ান রিকেল্টন, লুথো সিপমালা, গ্লেনটন স্টুয়ার্নম্যান, (উইকেটরক্ষক), লিজাদ উইলিয়ামস, খায়া ঝন্ডো।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর