বাংলা হান্ট নিউজ ডেস্ক: সানরাইজার্স হায়দরাবাদের আইপিএল ২০২২-এর শুরুটা দুঃস্বপ্নকেও হার মানাবে। সোমবার তাদের দ্বিতীয় ম্যাচে সানরাইজার্সকে লখনউ সুপার জায়ান্টসের কাছে ১২ রানে পরাজয়ের মুখে পড়তে হয়েছিল। টানা দুই ম্যাচ হারের পর কেন উইলিয়ামসনের অধিনায়কত্ব নিয়েও প্রশ্ন উঠছে। দুই ম্যাচেই ব্যাট হাতে বিশেষ কিছু করে দেখাতে পারেননি উইলিয়ামসন।
সানরাইজার্স হায়দরাবাদের সিইও কাব্য মারানকে লখনউয়ের বিপক্ষে ম্যাচের সময় বেশ হতাশ দেখাচ্ছিল। কাব্য মারানের ছবি সোশ্যাল মিডিয়ায় হায়দরাবাদ ভাইরাল হচ্ছে। কাব্য মারানকে ডেভিড ওয়ার্নারকে দলে ফিরিয়ে আনার পরামর্শ দিয়েছেন ক্রিকেট ভক্তরা। আইপিএল ২০২১-এর প্রথম পর্বে দলের খারাপ পারফরম্যান্সের পরে ওয়ার্নারকে অধিনায়কত্ব থেকে ছেঁটে ফেলা হয়েছিল। এরপর কেন উইলিয়ামসনকে গতবছর দলের অধিনায়ক নির্বাচিত করে হায়দরাবাদ ম্যানেজমেন্ট। সেই সময় খবর ছিল যে টম মুডি এবং ডেভিড ওয়ার্নার একেবারেই নিজেদের পচন্দ করছেন না। তবে, উইলিয়ামসনও অধিনায়কত্বে এসে কোনও বড় পরিবর্তন করতে পারেননি এবং সানরাইজার্স হায়দরাবাদ গত মরশুমে শেষ অবস্থানে থেকে মরশুম শেষ করে।
ওয়ার্নার ২০২১ ছাড়া সানরাইজার্সের হয়ে প্রতি মরশুমে ৫০০-এর বেশি রান করেছেন। তারপরও সানরাইজার্স তাকে ছেড়ে দিয়েছে। এর পরে, ডেভিড ওয়ার্নার আইপিএল ২০২২ নিলামের আগে হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজি তাকে আর রিটেন করেননি। অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নারকে ৬ কোটি ২৫ লক্ষ টাকায় কিনেছে দিল্লি ক্যাপিটালস। যদিও পাকিস্তান সফরে থাকায় তিনি এখনও আইপিএলে এসে যোগ দিতে পারেননি।
When you retain #abdulsamad and #UmranMalik instead of #Warner and #RashidKhan
She definitely deserves better! #KaviyaMaran #SRHvsLSG #IPL2022 pic.twitter.com/fPBt7qEL6n— Khaki4Greenland (@khaki4_service) April 5, 2022
Future prediction. #Kavya‘s expression will be this for the whole season. Mark my words. #SRH is below par in all categories. No hitters, no dependable players. Looks like this will be “the end” of good time of #SunrisersHyderabad #SRHvsLSG pic.twitter.com/mfCZHz9x5W
— Avis Indian☮️ (@ClanofGriffin) April 4, 2022
David warner after @SunRisers performance #OrangeArmy #LSGvSRH #DavidWarner #ButtaBomma #CricketTwitter #IPL2022 pic.twitter.com/BqRqSh55b9
— Goatmbhir (@Kanhaiyakarn7) April 4, 2022
ভক্তরা এখন কাব্য মারানের কাছে ওয়ার্নারকে ফিরিয়ে আনার দাবি তুলেছে। নিজের দলকে উৎসাহ জোগাতে এসে আইপিএলে ভক্তদের কাছে পরিচিত মুখ হয়ে উঠেছেন তিনি। সানরাইজার্সের সিইও এর করুন মুখের ছবি পোস্ট করে ভক্তরা এখন দাবি তুলেছেন পরের মরশুমে তাদের প্রাক্তন অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে ফেরত আনার।