বাংলা হান্ট নিউজ ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসর শুরু হতে আর মাত্র দুই দিন বাকি। প্রস্তুতিতে মগ্ন রয়েছে সকল ফ্র্যাঞ্চাইজি দল। এবারের আইপিএল আটটি নয়, ১০টি দল নিয়ে খেলা হবে। টুর্নামেন্ট শুরুর আগে নিজেদের মধ্যে দল গড়ে অনুশীলন ম্যাচ খেলে প্রস্তুতি জোরদার করছে বেশিরভাগ দল। সানরাইজার্স হায়দ্রাবাদের দলেও তেমনই কিছু ঘটেছে। এই সময় ফাস্ট বোলার ওমরান মালিক নেটে এমন দ্রুত বল করেছিলেন যে সামনের ব্যাটারও খুব অস্বস্তিতে পড়ে যায় এবং তার পক্ষে সেই বল এড়ানো ছাড়া তার আর কোন উপায় ছিল না।
গত আইপিএল মরসুমের দ্রুততম বলটি কলকাতা নাইট রাইডার্স থেকে লকি ফার্গুসন সবচেয়ে দ্রুত বল করেছিলেন, যেটি ১৫৩.৬৩ কিমি প্রতি ঘন্টা বেগে ছিল। কিন্তু মনে করা হচ্ছে অনুশীলন ম্যাচে এই গতিকে ছাড়িয়ে গেছেন ওমরান মালিক। অনুশীলন ম্যাচে ওমরান প্রায় ১৫৫ কিমি প্রতি ঘন্টা বেগে বল করেছিলেন তিনি।
ওমরানের এই বাউন্সার বলের ভিডিও শেয়ার করেছেন এক ক্রীড়া সাংবাদিক। এই ভিডিওটি শেয়ার করে সেই সাংবাদিক লিখেছেন, ‘প্রথম বাউন্সারের গতি ছিল প্রায় ১৫৫ কিমি প্রতি ঘন্টা। আমি নিশ্চিত ওমরান মালিক এ বছর স্পিডোমিটারের রেকর্ডগুলি ভেঙে ফেলবে।
The first bouncer looks over 155 clicks! I’m sure #UmranMalik will break the speedometer this year
— Mohsin Kamal (@64MohsinKamal) March 23, 2022
গত বছর আইপিএল চলাকালীন সেপ্টেম্বর মাসে উমরান মালিক চোট পাওয়া টি নটরাজনের বদলি হিসেবে সানরাইজার্স হায়দরাবাদ দলে নির্বাচিত হন। তার আগে ২০২১ সালের এপ্রিলে, তিনি আইপিএলে নেট বোলার হিসেবে নির্বাচিত হন। ওমরান গত বছরই তার অভিষেক আইপিএল ম্যাচ খেলেছিলেন। সানরাইজার্স হায়দ্রাবাদ আইপিএল ২০২২ মেগা নিলামের আগে ওমরান মালিককে ধরে রাখার সিদ্ধান্ত নিয়েছিল। সানরাইজার্স হায়দ্রাবাদকে আইপিএল ২০২২-এ তাদের প্রথম ম্যাচটি ২৯ মার্চ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলতে হবে। সেই ম্যাচে উমরানকে বল হাতে দেখতে মুখিয়ে ক্রিকেটপ্রেমীরা।