উমরান মালিক ভারতীয় দলে সুযোগ পেতেই উৎসবের মেজাজ কাশ্মীরে, বাবা বললেন ‘আমি দেশের কাছে কৃতজ্ঞ”

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আইপিএল শেষ হলে আগামী জুনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। সেই সিরিজের ভারতীয় দলে উমরান মালিককে বেছে নেওয়া হয়েছে। জম্মু ও কাশ্মীরের এই গতিদানব ২০২২ সালের আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে ১৪ ম্যাচে ২২ উইকেট নিয়েছেন। তবে সেইজন্য নয়, বরং নিয়মিত ১৫০কিমি প্রতি ঘন্টার বেশি গতিতে বল করার কারণেই তাকে দেখে সকলে মুগ্ধ হয়েছিল। এখন তিনি জাতীয় দলে সুযোগ পাওয়ায় আনন্দিত সকল ক্রিকেটপ্রেমীরা।

উমরান মালিকের পরিবার এবং বন্ধুরা তার এই সুযোগে বেশ কিছুটা আনন্দ উৎসব পালন করেছেন। তাদের উদযাপনের ছবি সোশ্যাল মিডিয়াতেও বেশ ভাইরাল হচ্ছে। উমরানের বাবা মিডিয়ার কাছে বলেছেন, “আজ এত মানুষ ওকে পছন্দ করছে, এত ভালোবাসা দেওয়ার জন্য আমি দেশের কাছে কৃতজ্ঞ। এসবই ওর পরিশ্রমের ফলে সম্ভব হয়েছে। আমি আশা করি ও দেশকে গর্বিত করবে।”

umran malik mom

তবে একজন বোলার হিসাবে চলতি আইপিএলটা মিশ্র রূপে কেটেছে উমরান মালিকের। কখনও গতির কারণে প্রশংসা কুড়িয়ে নিচ্ছেন। দুরন্ত বোলিং করছেন। একাধিক উইকেট তুলছেন। আবার কখনও বলের লাইন লেংথের ওপর কন্ট্রোল হারিয়েছেন। বেদম মার খেয়েছেন। তার মধ্যেই চলতি আইপিএলে একটি রেকর্ড গড়েন তিনি।

আইপিএল ২০২২-এর শুরু থেকেই চলতি সবথেকে দ্রুততম বলটি করার রেকর্ড ছিল তারই। গুজরাটের বিরুদ্ধে ম্যাচে ১৫৪ কিমি গতিতে বল করে চলতি আইপিএলের সবচেয়ে দ্রুততম বলটি করেছিলেন তিনি কিউয়ি পেসার লকি ফার্গুসনকে টপকে। সেই ম্যাচেই নিজেই প্রথম রেকর্ডটি ভেঙে ১৫৫ কিমি গতিতে বল করেন উমরান। তারপর সেই ম্যাচের ফাইনাল ওভারের চতুর্থ বলটি ১৫৭ কিমি প্রতি ঘন্টা গতিতে করে নতুন রেকর্ড তৈরি করেন উমরান। যদিও তাতে সানরাইজার্সের খুব বেশি লাভ হয়নি। কিন্তু উমরানের ডেলিভারিটি আইপিএলের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম ডেলিভারির সম্মান পেয়েছে।


Reetabrata Deb

সম্পর্কিত খবর